এখন পড়ছেন
হোম > জাতীয় > পুজোর ভাসানে পুলিশের গুলিকাণ্ড ঘিরে বিধানসভার আগে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক মঞ্চ

পুজোর ভাসানে পুলিশের গুলিকাণ্ড ঘিরে বিধানসভার আগে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক মঞ্চ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহারে এখন চলছে বিধানসভা নির্বাচন। আর প্রথম দফার ভোটের মুখে যেভাবে মুঙ্গেরে দূর্গা পূজার বিসর্জনের শোভাযাত্রার উপর লাঠি, গুলি চলল তা নিয়ে কিন্তু এবার নীতীশ প্রশাসন কোণঠাসা হয়ে পড়লেন বলে মত বিশেষজ্ঞদের। দশমীতে মুঙ্গেরে দূর্গা পূজার বিসর্জনের যাওয়ার সময় একটি গাড়িতে থাকা লোকজনের ওপর বেধড়ক লাঠি চালালো পুলিশ। ঘটনাটি একটি ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। খুব স্বাভাবিকভাবেই পুলিশের প্রতি ক্ষোভ উগরে দিয়েছে বিহারবাসী। অন্যদিকে এই ঘটনার পর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিরোধীদের চরম ক্ষোভের মুখে পড়েছেন।

ইতিমধ্যে বিহারের মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব পুলিশকে জেনারেল ডায়ারের সঙ্গে তুলনা করেছেন। অন্যদিকে বিহারের এলজেপি নেতা চীরাগ পাসওয়ান সরাসরি নীতীশ কুমারকে জেনারেল ডায়ার বলে উদ্ধৃত করেছেন। সবমিলিয়ে বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পুজোর ভাসানে পুলিশের গুলি চালানো নিয়ে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিবেশ। সূত্রের খবর, দশমীর দিন দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় পুলিশই প্রথমে এলোপাথাড়ি লাঠি চালায় এবং পরে গুলি ছোঁড়ে। পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। বাকি 30 জন জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আপাতত। অন্যদিকে পুলিশ দাবি করেছে, শোভাযাত্রা দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া সত্ত্বেও তা মানা হয়না।

উপরন্তু শোভাযাত্রার মধ্য থেকে দুষ্কৃতীরা গুলি চালায়। তাঁদেরকে আটকাতেই পুলিশকে লাঠি ও গুলি চালাতে হয়েছে। যদিও পুলিশের এই দাবি ধোপে টিকছে না বলে মনে করা হচ্ছে। কারণ ভিডিওতে কিন্তু দেখা গিয়েছে, পুলিশই ক্রমাগত লাঠি ও গুলি চালাচ্ছে। অন্যদিকে মুঙ্গেরে আজ বুধবার চলছে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পটভূমিকায় মুঙ্গেরের পুলিশের লাঠি চালানোর ঘটনা খুব স্বাভাবিকভাবেই এবারের ভোটে ছাপ ফেলতে চলেছে। পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে রণদীপ সুরজওয়ালা টুইট করেছেন, “নির্দয় কুমার ও নির্মম মোদি বিহারে সরকার চালাচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত মুঙ্গেরের পুলিশি বর্বরতাকে ব্রিটিশ আমলের জালিওনাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেছে বিরোধী শিবির। আর সেই সূত্রেই নীতীশ কুমার জেনারেল ডায়ার বলে ভূষিত হচ্ছেন। অন্যদিকে বিহারের এলজেপি নেতা চিরাগ পাসওয়ান ইতিমধ্যে টুইট করে মুঙ্গেরের এসপি লিপি সিংয়ের সাসপেনশন দাবি করেছেন বলে জানা যাচ্ছে। চিরাগ পাসওয়ানের মতে, ভাসানের শোভাযাত্রার ওপর যেভাবে পুলিশ বর্বরোচিতভাবে লাঠি এবং গুলি চালিয়েছে, তাতে নীতীশ কুমারের তালিবানি শাসন এর পরিচয় পাওয়া যাচ্ছে।

এদিন চিরাগ পাসওয়ান নীতীশ কুমারকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অন্যতম পান্ডা জেনারেল ডায়ারের সঙ্গে তুলনা করেছেন। বিশেষজ্ঞদের মতে, বিহার বিধানসভা নির্বাচনের আগে এমনিতেই নীতীশ কুমার হয়ে পড়েছেন কোণঠাসা। তাই বিহারের রাজনৈতিক পালাবদলের লগ্নে নীতীশ কুমারের সময়কালে মুঙ্গেরের ঘটনা শেষ পেরেক পুঁতলো বলে মনে করা হচ্ছে। এদিকে বুধবার বিহারে প্রথম দফার ভোট গ্রহণ। রাজনৈতিক উত্তেজনা তো ছিলই, তারমধ্যে পুলিশের নির্বিচারে লাঠি ও গুলি চালানোর ঘটনায় রাজনৈতিক পারদও ক্রমশ চড়ছে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!