এখন পড়ছেন
হোম > জাতীয় > পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলা নিয়ে রাজনীতি শুরু করছেন মোদী দাবি মমতার

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলা নিয়ে রাজনীতি শুরু করছেন মোদী দাবি মমতার


পুলওয়ামা জঙ্গী হামলা নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন মোদী। গোটা দেশেই একটা যুদ্ধ যুদ্ধ ভাব তৈরি করে করে রেখেছে বিজেপি,আরএসএস,এমন অভিযোগ কিছুদিন আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই ইস্যুতে ফের এদিন তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে মোদীকে কাঠগড়ায় তুললেন মমতা। অভিযোগের সুর চড়া করে বললেন,”শহিদের রক্ত নিয়ে ভোটের রাজনীতি করছেন মোদী। সব জেনেও জওয়ানদের মৃত্যুমুখে ঠেলে দেওয়া হচ্ছে।”

দলীয় কোর কমিটির বৈঠকে সহযোদ্ধাদের লোকসভা ভোটে ৪২-এর লক্ষ্যপূরণের বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে ভুললেন না নেত্রী। পুলওয়ামা জঙ্গী হামলার ইস্যুতে ফের মোদী সরকারের বিরুদ্ধে বিষোদগার করলেন তিনি। নেত্রীর দাবী,পুলওয়ামায় যে একটি মর্মান্তিক জঙ্গী হামলা হবে এটা আগেই জানা ছিল নরেন্দ্র মোদীর।

কারণ আগেই এই হামলার আভাস দিয়ে রেখেছিল গোয়েন্দারা। তবু কেন জওয়ানদের সেখানে পাঠানো হল? আর যদি পাঠানো এতোটাই প্রয়োজন হয় তাহলে এয়ারলিফ্ট না করে সড়কপথে কেন পাঠানো হল তাঁদের? এই প্রশ্নগুলো এদিন কেন্দ্র সরকারের উদ্দেশ্য ছুঁড়ে দিয়ে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রবিরোধী অভিযোগের সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যা আরো বললেন,সব জেনে বুঝেও দেশের সরকার মৃত্যুর মুখে ঠেলে দিল সেনা-জওয়ানদের। উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হল আজ জওয়ানদের এভাবে শহীদ হতে হত না। এখন জওয়ানদের রক্ত নিয়েও ভোটের রাজনীতি শুরু করেছে বিজেপি। যেহেতু সামনেই লোকসভা ভোট তাই সেনাদের রক্ত নিয়েও ঘৃণ্য রাজনীতি করছে মোদী সরকার। এরপর কীভাবে মোদী সিওল শান্তি পুরস্কার পান?

সেটা নিয়েও প্রশ্ন তুললেন মমতা। অর্থাৎ নেত্রী বলতে চাইলেন যে মানুষটি সাম্প্রদায়িক রাজনীতি করে,দেশে দাঙ্গার পরিস্থিতি তৈরি করে সে মানুষ শান্তি পুরস্কারের যোগ্য কখনোই হতে পারে না। নেত্রীর কটাক্ষ,’দাঙ্গা বাঁধিয়ে কেউ শান্তি পুরস্কার পেতে পারে, তা এর আগে জানতাম না।’

এরপর পুলওয়ামা ঘটনার পর কেন্দ্রীয় সরকারের সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্তে নিয়েও কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। বলেন,”সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এখন যুদ্ধ যুদ্ধে খেলা চলছে। রাজনীতির জন্য সেনাদের জীবনকে বাজি রাখতেও পিছপা হচ্ছে না কেন্দ্র।” উল্লেখ্য,পুলওয়ামা ঘটনার সূত্র ধরে লোকসভা ভোটের প্রেক্ষিতে রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণ তথা পাল্টা আক্রমণের খেলা যে জমে উঠেছে তাতে কোনো সন্দেহ নেই রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!