এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুনর্গণনার ইস্যুতে কি ক্রমশ চাপ বাড়ছে তৃণমূলের? বিজেপির একের পর এক পদক্ষেপে বাড়ছে তীব্র জল্পনা

পুনর্গণনার ইস্যুতে কি ক্রমশ চাপ বাড়ছে তৃণমূলের? বিজেপির একের পর এক পদক্ষেপে বাড়ছে তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে অভুতপূর্ব ফললাভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের শাসন ক্ষমতায় এসেছে তৃণমূল। কিন্তু নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী কাছে পরাস্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফল প্রকাশের পরেই কারচুপির অভিযোগ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এরপর পুনর্গণনার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ নেওয়ার পর বেশকিছু কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থীরা পুনর্গণনার দাবিতে কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন। বনগাঁ দক্ষিণ, গোঘাট, বলরামপুর, ময়না কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার পুনর্গণনার দাবিতে আদালতের দ্বারস্থ হলেন একাধিক বিজেপি প্রার্থী।

মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, জলপাইগুড়ির বিজেপি প্রার্থী সৌজিত সিংহ সহ মোট আটজন বিজেপি প্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছেন পুনর্গণনার দাবিতে। আগামীকাল এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আছে। এ প্রসঙ্গে মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে জানিয়েছেন যে, ৩৩৬৩ টি ভোটে তাঁর থেকে এগিয়ে ছিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। কিন্তু চূড়ান্ত ফল প্রকাশের সময় দেখা গিয়েছে যে, ২০ হাজারের কাছাকাছি ভোটে তিনি জয়লাভ করেছেন। এত ব্যবধান কিভাবে হয়েছে? এ কারণে পুনর্গণনার দাবিতে তাঁরা ৮ জন বিজেপি প্রার্থী আদালতে মামলা করেছেন। যার মধ্যে দুটি মামলার শুনানি হবে আগামীকাল সোমবার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি আরো জানান যে, সকলেই দেখেছেন যে, ভোটের দিন কিভাবে তাঁর ওপর হামলা চালানো হয়েছিল। এরপর গণনা কেন্দ্রেও বাইরের লোক এনেছিলো তৃণমূল। বিজেপি এজেন্টদের গণনা কেন্দ্র থেকে জোর করে বের করে দেয়া হয়েছিল। তাই তিনি আদালতের কাছে পুনর্গণনার দাবিতে আবেদন জানিয়েছেন। আবার, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিত সিংহ পুনর্গণনার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ভোট গণনা, ভোট গ্রহণ উভয় ক্ষেত্রেই অনিয়মের কারণে তৃণমূল প্রার্থী প্রদীপ বর্মনের কাছে ৯৪১ টি ভোটে পরাজিত হয়েছেন তিনি।

এ প্ৰসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে, তাঁদের কাছে ভিডিও ফুটেজ আছে। একজন অফিসারের গাড়িতে তিনটি ইভিএম ছিল। তাই কি হয়েছে, তা বোঝাই যাচ্ছে। গোটা জলপাইগুড়ি জানতো বিজেপি জয়লাভ করবে। কিন্তু হিসেব উল্টে দেয়া হয়েছে। তবে, জেলা তৃণমূলের বক্তব্য, পুনর্গণনা হলেও জলপাইগুড়িতে তৃণমূলই জয়লাভ করবে। এভাবে পুনর্গণনার দাবিতে আদালতের দ্বারস্থ হলেন একাধিক বিজেপি প্রার্থী। রাজনৈতিক মহলের দাবি, পুনর্গণনার দাবিতে মুখ্যমন্ত্রী সহ বেশকিছু তৃণমূল প্রার্থী দাবি করার পর, তাঁদের পাল্টা চাপ দিতেই এই পদক্ষেপ নিয়েছে গেরুয়া শিবির। এবার এ বিষয়ে আদালত কি পদক্ষেপ গ্রহণ করে? সেদিকেই দৃষ্টি থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!