এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরসভাতে বিরোধী আসনে কাকে দেখতে চায় তৃনমূল? জানিয়ে দিলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী

পুরসভাতে বিরোধী আসনে কাকে দেখতে চায় তৃনমূল? জানিয়ে দিলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – পুর নির্বাচনে এখনো পর্যন্ত দুটি ওয়ার্ডে জয়ী হয়েছে বিজেপি, একটিতে জয়ী বামফ্রন্ট। জানা যাচ্ছে আরও তিনটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি, বামফ্রন্ট এগিয়ে রয়েছে দুটি ওয়ার্ডে। দ্বিতীয় স্থান কে দখল করবে? তা নিয়ে চলছে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। এই পরিস্থিতিতে বিরোধী আসনে কাদের দেখতে চায় তৃনমূল? সে প্রসঙ্গে স্পষ্ট জবাব দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৮২ নম্বর ওয়ার্ড থেকে ১৪ হাজার ৮৬৭ টি ভোটে জয়ী হয়েছেন ফিরহাদ হাকিম। তিনি জানালেন, বিরোধী আসনে বামেদের থাকাটাই ভালো। তার এই বক্তব্যের কারন হিসেবে তিনি জানালেন, বিভেদমূলক রাজনীতি বাংলায় বেশিদিন চলতে পারে না। কারণ বাংলার মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে আদর্শ ভাবেন, আদর্শ ভাববেন কাজী নজরুল ইসলামকে, স্বামী বিবেকানন্দকে। তাই সেখানে সাম্প্রদায়িক বিভেদের রাজনীতি বেশিদিন চলতে পারেনা।

তিনি জানালেন, তিনি মুসলমান বলে তাকে হ্যাটা করা, তাকে দেশের বাইরে বের করে দেওয়া, এটা কখনোই প্রত্যাশিত হতে পারে না। তারা সকলেই ভারতের সন্তান। ভারতে জন্মগ্রহণ করেছেন, ভারতেই বড় হয়েছেন, ভারতেই মৃত্যুবরণ করবেন। বারবার করে এই অপমান তার ভেতরকে জ্বালিয়ে দেয়। মনে হয় মায়ের প্রতি ভালোবাসা তাকে প্রমাণ করে দেখাতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!