এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরভোটে কাকে মেয়র পদপ্রার্থী করতে চলেছে তৃণমূল? বক্তব্য রাখলেন ফিরহাদ হাকিম

পুরভোটে কাকে মেয়র পদপ্রার্থী করতে চলেছে তৃণমূল? বক্তব্য রাখলেন ফিরহাদ হাকিম


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতা পুরসভার পুরভোটের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল সেখানে স্থান পেয়েছেন ৬ জন বিধায়ক ও ১ জন সাংসদ। লড়াই করতে চলেছেন পুরসভার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম। এখন প্রশ্ন উঠেছে তাঁকেই কি মেয়র পদপ্রার্থী করা হবে? নাকি মেয়র পদপ্রার্থী হতে চলেছেন কোন নতুন মুখ? এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন ফিরহাদ হাকিম।

এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানালেন, দল তাঁকে যে দায়িত্ব দেবে, সে দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। তিনি হলেন তৃণমূলের অনুগত সৈনিক। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন তাঁর জীবনের আদর্শ। প্রার্থী তালিকা নিয়ে দলের বৈঠক হয়েছে। সকলের মতামত নেয়া হয়েছে। তাঁরা সবাই মত দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁকে মেয়র পদপ্রার্থী করা হবে কিনা? এই প্রশ্নের উত্তরে তিনি জানালেন, দল যে কোন কাজ দিলে তা তিনি নিষ্ঠার সঙ্গে করবেন। তাঁরা হলেন দলের সৈনিক। যে কোন জায়গায় যে কোন কাজ করা তাঁদের কর্তব্য। দলের কাজ করবেন। মানুষের কাছে যাবেন। আপাতত কাউন্সিলর হিসেবে লড়াইটা লড়বেন, মেয়র হবেন কিনা তা ঠিক করবে দল।

অর্থাৎ, তিনি মেয়র পদপ্রার্থী হবেন কিনা? তা এখনও স্পষ্ট করেনি রাজ্যের শাসক দল। আবার, তৃণমূলের ৬ জন বিধায়ক, ১ জন সাংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। সেক্ষেত্রে এক ব্যক্তি এক পদ নীতি যদি কার্যকর করা হয়, তবে তাঁরা কোন পদে থাকবেন? তা নিয়ে প্রশ্ন রয়েছে। এখন দেখার কথা এটাই, ফিরহাদ হাকিমের ক্ষেত্রে এই নীতি কার্যকর হয় কিনা? সবকিছু নিয়েই তাঁকে আবার মেয়রের আসনে দেখা যথেষ্ট প্রশ্ন সাপেক্ষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!