এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পুরভোটে নতুনদের প্রাধান্য দিতে গিয়ে ব্রাত্য দলের পুরোনোরা, ফের অশান্তির কালোমেঘ গেরুয়া শিবিরে

পুরভোটে নতুনদের প্রাধান্য দিতে গিয়ে ব্রাত্য দলের পুরোনোরা, ফের অশান্তির কালোমেঘ গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ও অন্যান্য দল থেকে একের পর এক নেতা, নেত্রী যোগদান করেছিলেন বিজেপিতে। যাদের মধ্যে অনেকে আবার শিবির বদল করে পুরোনো দলে ফিরে গেছেন, কিন্তু অনেকে এখনও রয়ে গেছেন দলে। দলে নতুনদের অধিক গুরুত্ব দেয়া হচ্ছে, আর পুরোনোরা দলে ব্রাত্য হয়ে পড়েছেন, এমন অভিযোগ বারবার উঠেছে। এবার পুরভোটকে কেন্দ্র করেও এই অভিযোগ উঠে এল, যা থেকে দেখা দিল অশান্তি।

গতকাল পুরভোট নিয়ে বৈঠকে বসে বিজেপি। এই বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার প্রমুখরা। নতুন কমিটি গঠন, সেই কমিটির শীর্ষে কাদের রাখা হবে? তা নিয়ে বৈঠকে আলোচনা চলে। যেখানে হাওড়ার জন্য যে কমিটি গঠন করা হয়েছে, তার চেয়ারম্যান করা হয় রথীন চক্রবর্তীকে। আবার কলকাতাকে চারটি জোনে ভাগ করে দেয়া হয়েছে। দক্ষিণ কলকাতার দায়িত্ব দেয়া হয়েছে রুদ্রনীল ঘোষকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরা দুজনেই বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন। অভিযোগ উঠেছে যারা দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত তাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়নি। যাকে ঘিরে শুরু হয় বচসা। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, নিজেদের মধ্যে অশান্তিই করা হবে? নাকি সঠিকভাবে লড়াই করা হবে? সেটা আগে নিজেরাই ঠিক করে নিন। তিনি প্রশ্ন করেন, এই ঐক্য নিয়ে কি তাঁরা হাওড়া পুরসভা জেতার জন্য লড়াই করবেন? তিনি জানালেন, তিনি তাদের এক নেতাকে চেনেন যিনি তৃণমূল নেতা অরূপ রায়ের সঙ্গে এক পাতে না খেয়ে ঘুমোতে যান না।

তবে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনাটিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। ঘটনাটি মিথ্যা রটনা বলে, অভিযোগ করেছেন তিনি। তবে, বিজেপিতে আদিও নব্যের দ্বন্দ্ব কোনো নতুন ব্যাপার নয়। আদি, নব্যের দ্বন্দ্ব দলকে বারবার দুর্বল করে দিয়েছে। পুর নির্বাচনের আগে দলের এই দ্বন্দ্ব দলের অস্বস্তি বাড়িয়ে দিল বলেই, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!