এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুর ভোটে তৃণমূলের হয়ে প্রচারে নামলেন সঙ্গীত জগতের এই তারকা, উজ্জীবিত ঘাসফুল শিবির

পুর ভোটে তৃণমূলের হয়ে প্রচারে নামলেন সঙ্গীত জগতের এই তারকা, উজ্জীবিত ঘাসফুল শিবির


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – আর কয়েকদিন মাত্র বাকি পুরভোটের, শেষ প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। এবার তৃণমূলের হয়ে প্রচারে নামলেন বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তী। প্রচারে নেমে তিনি জানালেন, তাঁর কাছে আগের কলকাতা ও এখনকার কলকাতা দুটোরই ছবি আছে। তুলনা করলেই বোঝা যাবে, কতটা কাজ হয়েছে, না হয়েছে। সেই সঙ্গে বিজেপিকে প্রবল কটাক্ষ করে তিনি জানালেন, বিজেপির কর্মসূচি নেই, কাছে ধর্মসূচি।

পুরভোটে তৃণমূল প্রার্থী বাপ্পাদিত‍্য দাশগুপ্তর হয়ে প্রচারে নামলেন নচিকেতা। তিনি জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় সমর্থক। তাই তৃণমূলের হয়েই প্রচার করবেন। বাপ্পাদিত‍্য দাশগুপ্তর সাথে তাঁর দীর্ঘদিন ধরে দারুণ সম্পর্ক। তাঁরা পরস্পরকে সম্মান করেন, ভালোবাসেন তাই তাঁর হয়ে প্রচারে নেমেছেন তিনি। এই ওয়ার্ডে যে ভালো কাজগুলি হয়েছে, তা অসাধারণ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরও জানালেন, তার কাছে অনেক গুলো পুরনো ছবি ও নতুন ছবি আছে সেই ছবিগুলো চাইলে তিনি দেখিয়ে দিতে পারেন। তাহলেই বোঝা যাবে, কলকাতা কি ছিল? আর কলকাতা কি হয়েছে? এরপর বিজেপিকে প্রবল কটাক্ষ করে তিনি জানালেন, বিজেপির আসলে কোনো কর্মসূচি নেই, শুধু ধর্মসূচি আছে। ভোটের আগে মানুষের মধ্যে বিভাজন তৈরী করার চেষ্টা করছে বিজেপি। যারা তার গান শোনেন, গান ভালবাসেন তারা কখনোই ধর্মের নামে বিভাজিত হবেন না। মানুষের উপর বিশ্বাস আছে তাঁর।

বাপ্পাদিত্য দাসগুপ্তর হয়ে যখন প্রচারে নেমেছিলেন নচিকেতা, সে সময় তার সঙ্গে ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়। বামকে কটাক্ষ করে তিনি জানালেন, এটি এখন সিনিয়র সিটিজেনদের দল হয়ে গেছে। আবার পুরভোটে তৃণমূলের হয়ে প্রচারে নামতে নয়া অ্যালবাম বের করতে চলেছেন নচিকেতা। এই অ্যালবামে গান গাইবেন নচিকেতা, ভাষ্যপাঠ করবেন মদন মিত্র। জানা যাচ্ছে অনলাইন প্লাটফর্মে এই গান প্রকাশিত হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!