এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরভোটকে অবাধ, শান্তিপূর্ণ, নিরাপদ রাখতে ঘুম উড়ছে নির্বাচন কমিশনের

পুরভোটকে অবাধ, শান্তিপূর্ণ, নিরাপদ রাখতে ঘুম উড়ছে নির্বাচন কমিশনের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ভোটগ্রহণ চলছে ছোট লাল বাড়ি অর্থাৎ কলকাতা পুরসভায়। কলকাতা পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা হল ১৪৪ টি। মোট বুথ সংখ্যা হল ৪৯৫৯ টি। পুর ভোটকে কিভাবে অবাধ, শান্তিপূর্ণ, নিরাপদ ভাবে করা যায়? তা নিয়েই চিন্তায় ঘুম উড়ছে নির্বাচন কমিশনের। একারণে কলকাতা পুরসভার ১১৩৯ টি বুথকে স্পর্শ কাতর বলে ঘোষণা  করেছে নির্বাচন কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে ৭ নম্বর বরোকে কেন্দ্র করে। কারণ ৭ নম্বর বরোর ২৫০ টি বুথই স্পর্শকাতর’ হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে,সমস্ত বরোর অবস্থা এক নয়। ১৩ নম্বর বরোতে স্পর্শ কাতর বুথের সংখ্যা সব থেকে কম। সেখানে স্পর্শ কাতর বুথের সংখ্যা মাত্র ২২ টি। আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যে সমস্ত নেতা রাজ্য অথবা কেন্দ্রের নিরাপত্তা পেয়ে থাকেন তারা ভোটের দিনে নিজের ভোটাধিকার থাকা কেন্দ্রের বাইরে যেতে পারবেন না।

তাঁরা শুধু নিজের ভোট কেন্দ্রে যেতে পারবেন। ভোট দিয়ে সেখান থেকে তাদের চলে আসতে হবে। নিরাপত্তা কর্মীদের নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের ভেতরে যেতে পারবেন না। তবে যেসব প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছেন, তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। আবার পুরসভা এলাকার সীমানা চিহ্নিত করে তা সিল করে দেওয়া নির্দেশ দেয়া হয়েছে পুলিশকে।

বাইরে থেকে কোন গাড়ি সেখানে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যেই শহরজুড়ে পুলিশের নাকা চেকিং শুরু হয়েছে। কলকাতা পুলিশ ছাড়াও বিধান নগর, হাওড়া, ডায়মন্ডহারবার, বারুইপুর এই চারটি কমিশনারেটকে সতর্ক করা হয়েছে। বিভিন্ন এলাকায় গাড়ি থামিয়ে নথি পরীক্ষা করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!