পূর্বের ভুল থেকে শিক্ষা নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী, ইয়াস এর ক্ষতিপূরণ সম্পূর্ণ অন্য পদ্ধতিতে রাজ্য হাওড়া-হুগলি May 28, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইয়াসের দাপটের লন্ডভন্ড হয়ে গিয়েছে বঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং দক্ষিণ 24 পরগনার কিয়দংশ। গত বছর আমফানের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে আবারও বড়োসড়ো ক্ষয়ক্ষতির সামনে বাংলা। ইতিমধ্যেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন, রাজ্যে এখনও পর্যন্ত ক্ষতির পরিমাণ ঠিক কতটা এবং মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ কিভাবে দেবেন তাঁর সম্পূর্ণ ব্লুপ্রিন্ট। ইয়াসে ক্ষতিগ্রস্থদের হাতে যাতে সরাসরি সরকারের হাত থেকে টাকা পৌঁছায়, সেই ব্যবস্থা এবার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত আমফানের পরবর্তীতে এই ক্ষতিপূরণ নিয়ে ব্যাপক বিতর্ক দেখা গিয়েছিল রাজ্য রাজনীতিতে। যে বিতর্ককে একুশের বিধাবসভা নির্বাচনে বিরোধীরা হাতিয়ার হিসাবে তুলে নিয়েছিল। তাই মনে করা হচ্ছে, পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনো ঝুঁকি নিতে রাজি নন। তাই এবার দুয়ারে ত্রাণ কর্মসূচি চালু করলেন বাংলার মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী 3 রা জুন থেকে 18 জুন পর্যন্ত ইয়াস এর ফলে যেসব এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে দুয়ারে ত্রাণ কর্মসূচি হবে বা ক্যাম্প হবে। সেখানে ক্ষতিগ্রস্তদের গিয়ে নাম এবং ক্ষতির পরিমাণ লিখিত আকারে দিয়ে আবেদন জানাতে হবে বিশদে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এরপর 19 শে জুন থেকে 30 শে জুন পর্যন্ত ভেরিফিকেশন করা হবে। এবং তারপর এরপর পয়লা জুলাই থেকে 8 ই জুলাই এর মধ্যে ক্ষতিগ্রস্তদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সরকারী ক্ষতিপূরণ ঢুকবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, এখনো পর্যন্ত রাজ্যে প্রায় 15 হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামীকাল মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখার কথা জানিয়েছেন। পাশাপাশি তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন বলে শোনা যাচ্ছে। রাজ্যের তরফ থেকে ইতিমধ্যেই এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছেন তা থেকে স্পষ্ট তিনি তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে আর কোন দুর্নীতিকে প্রশ্রয় দিতে রাজি নন। সর্বোপরি মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে অর্থাৎ সরাসরি ক্ষতিগ্রস্তদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়া অত্যন্ত প্রশংসনীয় একটি পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আপনার মতামত জানান -