এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কবে হতে পারে পুরসভা ভোট? বড়সড় ইঙ্গিত দিয়ে মুখ খুললেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, জানুন বিস্তারে

কবে হতে পারে পুরসভা ভোট? বড়সড় ইঙ্গিত দিয়ে মুখ খুললেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতা পুরসভা সহ রাজ্যের একাধিক পুরসভায় স্থগিত আছে পুরভোট। রাজ্যের অধিকাংশ পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। নির্বাচন না করে সেখানে বিদায়ী চেয়ারম্যান বা বিদায়ী মেয়রকে পুরপ্রশাসক করে, তাঁর অধীনে একটি বোর্ড গঠন করা হয়েছে। প্রথমে এই পদক্ষেপ নেয়া হয় কলকাতা পুরসভাতে। তারপর রাজ্যের বিভিন্ন পুরসভায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে, বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে বারবার নির্বাচনের দাবি জানানো হয়েছে। তবে, রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, করোনা সংক্রমনের কারণে নির্বাচন করার মতো পরিস্থিতি নেই। এ কারণে স্থগিত রাখা হয়েছে ভোট। এ বিষয়ে পরে আদালতে মামলা চলে। এবার, এ বিষয়ে বিশেষ বক্তব্য রাখলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কলকাতা পুরসভার পুরোভোট বিষয়ে গণমাধ্যমে বিশেষ বক্তব্য রাখলেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার পুরভোটের বিষয়ে তিনি জানালেন যে, তাঁদের মতো যারা গণতন্ত্রকে মেনে থাকেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে থাকেন, তাঁরা নিশ্চিত গণতান্ত্রিক ভাবে আসার যে অধিকার, সে অধিকার মানুষই তাঁদের দেয়। কিন্তু করোনা সংক্রমণ এর কারণে গত এপ্রিল মাসে পুরসভার নির্বাচন করা সম্ভব হয়নি।

এ বিষয়ে তিনি তাঁর আক্ষেপের কথা জানালেন। পুরমন্ত্রী জানান যে, মানুষের ভোটে জিতে গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকার নিয়ে মানুষের কাজ করা আর নিযুক্ত হয়ে কাজ করার মধ্যে সেই অধিকার থাকে না। এরপরই তিনি জানান যে, আদালত যেদিন নির্দেশ দেবে, সেদিনই কলকাতা পুরসভার নির্বাচন করা হোক, তা তিনি চাইবেন। এটাই তিনি মন থেকে চান।

পুরসভার নির্বাচন নিয়ে একাধিকবার দাবি জানানো হয়েছে বিরোধী পক্ষ থেকে। বিরোধীরা কটাক্ষ করেছে যে, পরাজয়ের ভয় থেকেই নির্বাচন অনুষ্ঠিত করতে চাইছেনা শাসক দল। আজ এ বিষয়ে পুরমন্ত্রীর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। স্পষ্টভাবেই তিনি জানিয়ে দিলেন যে, আদালত যেদিন নির্দেশ দেবে, সেদিনই কলকাতা পুরসভার নির্বাচন করানো হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!