এখন পড়ছেন
হোম > জাতীয় > পূর্ব ভারতের একাধিক রাজ্যের সীমানা সমস্যার সমাধানে বিশেষ পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

পূর্ব ভারতের একাধিক রাজ্যের সীমানা সমস্যার সমাধানে বিশেষ পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পূর্ব ভারতের একাধিক রাজ্যের মধ্যে রয়েছে সীমানা সমস্যা। বিশেষত অসম, মিজোরাম, নাগাল্যান্ডের মধ্যে জমি সমস্যা দীর্ঘকালের। অসম, মিজোরাম রাজ্যে ৫১২ কিমি সীমান্ত নিয়ে রয়েছে দীর্ঘকালের বিরোধ। কিছুদিন আগে এই বিরোধ চরম আকার ধারণ করে। গত ২৬ সে জুলাই দুই রাজ্যের মধ্যে ঘটে প্রবল সংঘর্ষ। গুলি লেগে অসমের ৬ জন পুলিশকর্মীর মৃত্যু হয়। ৫০ জনেরও বেশি মানুষ ঘটনায় আহত হন। অসম মিজোরাম রাজ্য একে অপরের ঘাড়ে দোষ চাপায়। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এরপর বিভিন্ন রাজ্য সমস্যা মিটিয়ে নেবার চিন্তা ভাবনা শুরু করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানালেন যে, শান্তি স্থাপনের লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা হল। অসম-নাগাল্যান্ড সীমানা থেকে সেনা প্রত্যাহারের জন্য রাজি হয়েছে দু রাজ্যই। এ বিষয়ে বৈঠক চলে দুই রাজ্যের সচিবালয়ের। দুই রাজ্যের মধ্যে বিশেষ চুক্তি স্বাক্ষর করা হয়েছে। যে চুক্তির দ্বারা এবার থেকে দুই রাজ্যের সীমানা থেকে সমস্ত রকম সামরিক পরিকাঠামো তুলে নেয়া হবে। শুধুমাত্র ড্রোন দ্বারা নজরদারি চালানো হবে। কোন অস্ত্র ব্যবহার করা হবে না। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেউফিউরিওকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার থেকে এই দুই রাজ্যের সীমানা থেকে সামরিক পরিকাঠামো সরিয়ে নেয়া হবে। জনখানা নালা ও পার্বত্য এলাকার জঙ্গলে অসমকে নজরদারি টাওয়ার বসাতে দেয়া হবে। সীমানায় থাকা নাগাল্যান্ডের ঝুপড়িগুলি তুলে দেয়া হবে। ড্রোনের মাধ্যমে সীমানায় নজরদারি চালানো হবে। সশস্ত্র পুলিশ মোতায়েন করবে না কোন রাজ্য। তবে, অসম, মিজোরাম নিয়ে এখনো উদ্বেগ আছে। তবে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা টুইট করে জানালেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন যে, আলোচনার মাধ্যমে অসম মিজোরামের সীমানা সমস্যার সমাধান করা হবে। পরিস্থিতি স্বাভাবিক করতে দুই রাজ্যের সরকারের মধ্যে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে।

আবার, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানালেন, যেকোনো ধরনের তদন্তে সহযোগিতা করতে রাজি আছেন তিনি। তবে, এই মামলার তদন্ত কেন কোনো নিরপেক্ষ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হল না? প্রশ্ন করেছেন তিনি। অসমের জমিতেই এই সংঘর্ষ হয়েছে। বিষয়টি তিনি মিজোরামের মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। প্রসঙ্গত, অসম ও মিজোরামের মধ্যে সংঘর্ষের পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে মিজোরাম পুলিশের পক্ষ থেকে খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!