এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পূর্বজন্মের ফল পাচ্ছেন অনুব্রত? বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বিস্ফোরক মমতার সৈনিক!

পূর্বজন্মের ফল পাচ্ছেন অনুব্রত? বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বিস্ফোরক মমতার সৈনিক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এবার বিজেপিকে আক্রমণ করতে গিয়ে নিজের পূর্ব জন্মের অন্যায়ের কথা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সংসার জীবনে পথ চলতে চলতে যখন কোনো অঘটন বিপদ আসে, তখন অনেক মানুষকেই বলতে শোনা যায়, এটা পূর্ব জন্মের পাপের ফল। বর্তমান পরিস্থিতিতে বিজেপির সঙ্গে লড়াই করতে হচ্ছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। আর সেই বিজেপির সঙ্গে লড়াই করার কথা তুলে ধরতে গিয়ে আগের জন্মে অন্যায় করার কারণেই বিজেপি সরকারের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে বলে মন্তব্য করতে দেখা গেল অনুব্রতবাবুকে।

স্বাভাবিক ভাবেই তার এই মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। মূলত, একদিকে বিজেপি সরকারকে যেমন আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল, ঠিক তেমনই নিজের পূর্ব জন্মের পাপের ফল বলে সুকৌশলী মন্তব্যের মধ্যে দিয়ে গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন তিনি। সূত্রের খবর, রবিবার বিকেলে বোলপুরে তৃণমূলের কার্যালয়ে জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর সেই বৈঠকেই একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, তার বিরুদ্ধে মন্তব্য করেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই মন্তব্য করতে গিয়েই আগের জন্মে অন্যায় করার কারণেই বিজেপির এই ধরনের শাসন সহ্য করতে হচ্ছে বলে দাবি করতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রতবাবু বলেন, “ভারতবর্ষ পুরো শেষ হয়ে গেল। পেট্রোল-ডিজেলের দাম 100 টাকা অতিক্রম করে গিয়েছে। রান্নার গ্যাসের দামেও আগুন। খুব দুর্ভাগ্য যে, দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। আগের জন্মে নিশ্চয়ই কিছু অন্যায় করেছিলাম। তাই পরপর দুবার কেন্দ্রের বিজেপি সরকারের শাসনের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে।”

পর্যবেক্ষকদের মতে, অনুব্রত মণ্ডল এই মন্তব্যের মধ্যে দিয়ে ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন। একদিকে ভারতবর্ষের মানুষদের যে বর্তমান সংকটজনক পরিস্থিতি, তার কথা তুলে ধরে কেন্দ্রকে কটাক্ষ করলেন তিনি। পাশাপাশি বিজেপি সরকার যে সমাজের বড় দায়, তা নিজের পূর্ব জন্মের অন্যায়ের কথা তুলে ধরে বিজেপির শাসন সহ্য করতে হচ্ছে বলে গেরুয়া শিবিরকে চাপের মুখে ফেলে দিলেন তিনি। তবে এদিনের সাংবাদিক বৈঠক থেকে আগামী দিনে বিজেপি আর কেন্দ্রের ক্ষমতায় থাকবে না বলেও দাবি করতে দেখা গিয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের অলআউট আক্রমণের মুখে পরে এবার বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!