এখন পড়ছেন
হোম > জাতীয় > ওড়িশার পুরী না বাংলার কলকাতা – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি কার?

ওড়িশার পুরী না বাংলার কলকাতা – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি কার?

দেখতে দেখতে প্রধানমন্ত্রী হিসাবে চার-চারটি বছর পার করে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বছর ঘুরতেই সপ্তদশ লোকসভা নির্বাচন, আর তাই আর এক বছরও বাকি না থাকায় প্রায় ঢাকে কাঠি পরে গেল সেই নির্বাচনের। এবারের নির্বাচনে লাখ টাকার প্রশ্ন হতে যাচ্ছে প্রধানমন্ত্রী কোন লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়াবেন। ২০১৪ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী দু-দুটি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন – গুজরাটের ভদোদরা ও উত্তর প্রদেশের বেনারস। দুটি কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়লাভ করেন। পরে অবশ্য, ভদোদরা কেন্দ্রটি থেকে তিনি সরে দাঁড়ান, সেখানেও উপনির্বাচনে বিজেপির ভদোদরার ডেপুটি মেয়র রঞ্জনাবেন ভাট বিপুল ভোটে জয়লাভ করেন। আর তাই এবারেও কি নরেন্দ্র মোদী বেনারস থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন – এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে গেরুয়া সমর্থকদের মধ্যে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই প্রশ্ন ওঠার সবথেকে বড় কারণ, এবারের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটি পাখির চোখ করেছেন পূর্ব ও দক্ষিণ-পূর্ব ভারতের চার বড় রাজ্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার ১০৫ টি লোকসভা আসনের মধ্যে অন্তত ৭০-৮০ টি আসনকে নিজেদের দখলে নিয়ে আসতে। আর এই ‘কঠিন’ অঙ্কে গেরুয়া শিবিরের বড় ভরসা ‘পরিবর্তনকামী’ দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও ওড়িশা। বিজেপির আভ্যন্তরীণ হিসাব অনুযায়ী এই দুই রাজ্যেই স্থানীয় সরকারের বিরুদ্ধে রাজ্যবাসীর প্রবল অনীহা জেগেছে এবং দুই রাজ্যেই পরিবর্তে হিসাবে বিজেপির অবস্থান খুবই উজ্জ্বল। আর তাই দুই রাজ্যের নেতারাই চাইছেন সেখান থেকেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদ্বন্দ্বিতা করুন। সাম্ভাব্য আসন হিসাবে বাংলা থেকে কোলকাতা-উত্তর ও ওড়িশা থেকে পুরী আসনটি তাঁর জন্য বাছা হয়েছে। কেননা, গেরুয়া শিবিরের ধারণা – নরেন্দ্র মোদী যদি সংশ্লিষ্ট আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে সেই আসনে জয় তো নিশ্চিতই, সঙ্গে মোদী-ঝরে আশেপাশের বহু লোকসভা আসনের ফল ঘুরে যাবে। তাছাড়া এইসব আসন থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী লড়াই করছেন – আগে কোনোদিন দুই রাজ্যের রাজনীতিতে এ ঘটনা ঘটে নি, ফলে এই আবেগকে কাজে লাগিয়ে সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা নির্বাচনেও বাজিমাত করতে পারবে গেরুয়া শিবির। ফলে, এখন দেখার নিজের লোকসভা কেন্দ্র হিসাবে মোদী কলকাতা-উত্তর নাকি পুরী – কোন কেন্দ্রকে বেছে নেন, নাকি তাঁর পুরোনো কেন্দ্র বেনারস থেকেই তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!