এখন পড়ছেন
হোম > জাতীয় > পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চভূতে বিলীন হলেন প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চভূতে বিলীন হলেন প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল ৩১ সে আগস্টের দিনে ভারতীয় রাজনীতিতে ঘটে গেল এক বিরাট ইন্দ্রপতন। গতকাল দেহ ত্যাগ করলেন ভারতের প্রথম ও একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।প্রসঙ্গত, গত ৯ ই আগস্ট রাতে দিল্লিতে নিজের বাসভবনের বাথরুমে হঠাৎ পড়ে গিয়ে মাথায় গভীর চোট পেয়েছিলেন প্রণব বাবু। পরদিন ১০ ই আগস্ট তাঁকে দিল্লির আর্মি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এই সময়েই তাঁর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। অপারেশনের পর তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকে। কুড়ি দিন ধরে অচেতন ভাবে ভেন্টিলেশনে থেকে মৃত্যুর সঙ্গে অদম্য লড়াই এর পর গতকাল সন্ধ্যায় তাঁর মৃত্যু হল। আজ সম্পুর্ণ রাষ্ট্রীয় মর্যাদা অনুসারে সম্পন্ন হলো তাঁর শেষকৃত্য। তবে দেশে করুনা সংক্রমণ থাকায় অনেকেই তাঁর শেষ দেখা দেখতে পেলেন না। একমাত্র তার পরিবারের সদস্যরা সমস্ত রকম স্বাস্থ্যবিধি মান্য করে তাঁর শেষ যাত্রায় উপস্থিত হয়েছিলেন। এভাবে যেন নিঃশব্দেই চলে গেলেন ভারতের আধুনিক রাজনীতির চাণক্য।

গতকাল সন্ধ্যায় দিল্লির সেনা হাসপাতাল থেকে তার মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়া টুইটারে টুইট করেছিলেন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর খবর শোনার পর থেকে দেশ-বিদেশের বিভিন্ন রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। কংগ্রেসের নেতা হয়েও সমস্ত রাজনীতিবিদদের কাছে তিনি ছিলেন সকলের প্রিয় ‘প্রণব দা’ ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বিরুদ্ধাচারীদের দাবি, দীর্ঘকাল ক্ষমতায় থাকলেও জনসমর্থন ছিলনা তাঁর। বিরোধীদের এই যুক্তিকে মিথ্যা প্রমাণ করে দিয়ে তাঁকে শেষ দেখা দেখার জন্য অনেকেই আসতে চেয়েছিলেন। কিন্তু করোনা সংক্রমনের কারণেই অনেকের পক্ষেই উপস্থিত হওয়া সম্ভব হয়ে উঠলো না। করোনার একাধিক নিয়মের ঘেরাটোপের মধ্যেই পালন করা হলো তার শেষকৃত্য।

প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে কেন্দ্রীয় সরকার দেশব্যাপী সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানও আজকে বন্ধ আছে। প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানাতে আজ সকাল থেকেই তাঁর ১০ নম্বর রাজাজি মগের বাসভবনে উপস্থিত হয়েছিলেন দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু করোনা সংক্রমনের কারণে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে অপারগ হতে হলো অনেককেই। এ কারণেই তাঁর ছবিতে ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হল অনেককে।

কাঁচের গাড়িতে করে নিয়ে যাওয়া হলো তার মৃতদেহ। করোনা সংক্রমনের পরিবর্তে কামানবাহী শকটের বদলে এই কাঁচের গাড়ির ব্যবস্থা করা হয়েছে। কাঁচের গাড়ি করে তার প্রাণহীন দেহ আনা হলো লোধি রোড শ্মশানে। প্রসঙ্গত, এই স্মশানেই শেষকৃত্য সম্পন্ন হয়েছিল স্ত্রীর। তাঁর শেষ যাত্রায় উপস্থিত ছিলেন তাঁর পুত অভিজিৎ মুখোপাধ্যায়, তাঁর কন্যা ও কিছু নিকট আত্মীয়। তাঁর শেষকৃত্য সম্পন্ন করলেন অভিজিৎ মুখোপাধ্যায়।

করোনা সংক্রমণের কারণে সকলেই এসেছিলেন পিপিই কিট পরিধান করে। গান স্যালুটের মাধ্যমে ‘প্রণবদা অমর রহে’ স্লোগানের মধ্য দিয়ে সকলকে অশ্রুসজল করে অপরলোকে পাড়ি দিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। ইহলোক থেকে হয়তো তিনি হারিয়ে গেলেন, কিন্তু চির জাগরুক হয়ে রইলেন আপামর ভারতবাসীর মনোলোকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!