এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুর নির্বাচনে বিজেপি ধরাশায়ী হবার পর কি বললেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ?

পুর নির্বাচনে বিজেপি ধরাশায়ী হবার পর কি বললেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতা পুর নির্বাচনে মনে করা হয়েছিল একুশের বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনের হারের পর গেরুয়া শিবির জোরদার লড়াই চালাবে। কিন্তু দেখা গেল বিজেপি লড়াই চালালেও সেই লড়াইয়ে কোন ধার নেই। ফলস্বরূপ সবুজ ঝড়ে উড়ে গেছে গেরুয়া শিবির। কার্যত তৃণমূল তো দূরস্থান, কংগ্রেস সিপিএম এর থেকেও ভোটপ্রদানের নিরিখে পিছিয়ে গিয়েছে গেরুয়া শিবির। এই অবস্থায় প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কি বললেন?

আজকের পুর নির্বাচনের ফলাফল নিয়ে দিলীপ ঘোষ স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, কলকাতা পুর নির্বাচনের ফলাফল যা হওয়ার ছিল তাই হয়েছে। তবে দিলীপ ঘোষ অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। এবং তিনি জানিয়েছেন, তৃণমূল রাজ্যকে বিরোধীশূন্য করতে চায়। আর তাই রাজ্যে গণতন্ত্র বলে আর কিছু নেই। দিলীপ ঘোষ আরও জানিয়েছেন, কলকাতা পুর নির্বাচনে এমন অনেকেই ধরা পড়েছেন, যাদের ভোটার কার্ড নেই। পাশাপাশি দিলীপ ঘোষ বর্তমান পরিস্থিতির তীব্র নিন্দা করে বলেছেন, আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচনের পরিবেশ নেই বলে বিরোধী ভোটাররা ভোট দিতে যাননি। কলকাতা পুর নির্বাচনে বিজেপি তিনটি আসন পেয়েছে। যার মধ্যে বিজেপি প্রার্থী সজল ঘোষ তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন 50 নম্বর ওয়ার্ড। বিশেষজ্ঞরা মনে করছেন, সময় যত যাচ্ছে বিজেপি কিন্তু ততই পিছিয়ে পড়ছে রাজ্য রাজনীতিতে। কার্যত কলকাতা পুরসভার নির্বাচনের হাত ধরে এবার উঠে এসেছে বামেরা। বিধানসভা নির্বাচনে শূন্য হওয়া সত্বেও কলকাতা পুরসভা নির্বাচনে কড়া টক্কর দিয়েছেন তাঁরা।

তার ফল হাতেনাতে পেয়েছে বামেরা। ভোট প্রদানের সংখ্যা বেড়েছে তাঁদের। দুটি আসনে জয় পেয়েছে বামেরা। কংগ্রেসো কলকাতা পুর নির্বাচনে জয় পেয়েছে দুটি আসনে। এই অবস্থা থেকে গেরুয়া শিবির ঘুরে দাঁড়ানোর জন্য এবার কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকে অবশ্যই থাকছে নজর। তবে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যে বক্তব্য আজকে পেশ করেছেন, তা যথেষ্ট উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!