এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুর নির্বাচনের আগে জনতার ক্ষোভ সামাল দিতে নাজেহাল তৃণমূল নেতারা, জল্পনা তুঙ্গে

পুর নির্বাচনের আগে জনতার ক্ষোভ সামাল দিতে নাজেহাল তৃণমূল নেতারা, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে পরপর জয়। কিন্তু তা সত্ত্বেও অস্বস্তি কাটছে না ঘাসফুল শিবিরের। আর তা বোঝা গেল গুসকরায় তৃণমূলের একটি চা-চক্রে। প্রসঙ্গত, পুর নির্বাচনের আগে চা চক্রের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সমস্যা শুনতে গিয়ে একেবারে অস্বস্তির মুখে শাসকদল তৃণমূল। ঘটনার সূত্রপাত রবিবার। রবিবার গুসকরা পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের শিরিষতলায় একটি জনসংযোগ কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল, নাম দেওয়া হয়েছিল চা-চক্র।

উপস্থিত ছিলেন গুসকরা শহর তৃণমূল সভাপতি কুশল মুখোপাধ্যায়, শহরের যুব তৃণমূল সভাপতি উৎপল লাহা সহ অনেকেই। সবার সামনেই স্থানীয় বাসিন্দাদের একাংশ সরকারি আবাস যোজনা প্রকল্পের আবেদন করে ঘর না পাওয়ায় ব্যাপক ক্ষোভ উগরে দেন। একই সাথে পানীয় জল নিয়ে তাঁদের যাবতীয় সমস্যার কথাও তাঁরা জানিয়েছেন। পুরসভার কার্যকলাপ নিয়ে যে স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগ রয়েছে, তা খুব ভালো মতনই বুঝেছেন উপস্থিত তৃণমূল নেতারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে গুসকরা শহরের যুব তৃণমূল সভাপতি উৎপল লাহা জানিয়েছেন, আবাসন প্রকল্পে অভিযোগকারীরা যাতে সুবিধা পান, সে ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে জলাশয় সংক্রান্ত যাবতীয় অভিযোগ খতিয়ে দেখা হবে ও পানীয় জলের সমস্যাও মেটানো হবে বলে আশ্বাস দিয়েছেন। অন্যদিকে অস্বস্তি কাটিয়ে উঠে এদিন গুসকরার শহর তৃণমূল সভাপতি কুশল মুখোপাধ্যায় জানিয়েছেন, গুসকরা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি পালন করা হবে আগামীদিনে।

এক্ষেত্রে আগামী দিনের পুর নির্বাচন মাথায় রেখেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে দলের বীরভূম জেলার সভাপতি তথা আউসগ্রামের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলের পরামর্শে বলে দলীয় সূত্রের খবর। বিশেষজ্ঞরা মনে করছেন, পুর নির্বাচনের আগে শহরবাসীর ক্ষোভ যদি সামাল দিতে না পারে শাসক দল, তাহলে পুর নির্বাচনে কিন্তু বিপর্যয়ের মুখোমুখি দাঁড়াতে হতে পারে শাসক দলকে। গুসকরার চা-চক্র কিন্তু সে রকমই ইঙ্গিত দিচ্ছে। আপাতত পরিস্থিতি সামাল দিতে এবার শাসকদল কি ব্যবস্থা গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!