এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরভোটে কি কারনে এতবড় ধাক্কা খেলো বিজেপি? এবার মূল কারণ সামনে আনলেন দলের এই হেভিওয়েট সাংসদ

পুরভোটে কি কারনে এতবড় ধাক্কা খেলো বিজেপি? এবার মূল কারণ সামনে আনলেন দলের এই হেভিওয়েট সাংসদ


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতার পুরভোটে তৃণমূলের কাছে একেবারে পর্যুদস্ত গেরুয়া শিবির। মাত্র তিনটি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হল বিজেপিকে। দলের শোচনীয় এই পরাজয়ের কারণ কি? এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। দিলীপ ঘোষের সুরে সুর মিলিয়ে তিনি জানালেন, সংগঠনের দুর্বলতার কারণেই এই পরাজয় ঘটেছে।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, কলকাতা ও কলকাতার আশে পাশের অঞ্চলগুলিতে বিজেপির দলীয় সংগঠন যথেষ্ট দুর্বল রয়েছে। এই জন্যই হয়তো সঠিক ভাবে মানুষের কাছে পৌছানো সম্ভব হয়নি। দিলীপ ঘোষের এই বক্তব্য প্রসঙ্গে সৌমিত্র খাঁ জানালেন, কলকাতায় যে বিজেপি দুর্বল বাস্তবে তা মানতেই হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরো জানালেন, দিলীপ ঘোষ ঠিক কথাই বলেছেন। এইজন্যই মানুষের কাছে আরও বেশি করে পৌঁছাতে হবে বিজেপিকে। এর সঙ্গে সঙ্গেই তিনি জানালেন, কলকাতার পুরভোট কোনো ভোটই নয়, এটা সম্পূর্ণ ছাপ্পা ভোট। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন তাঁরা। তিনি জানালেন, যুব মোর্চার দায়িত্ব দেয়া হয়েছে বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁকে। যাতে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছাতে পারে।

সম্প্রতি, রাজ্য বিজেপির সংগঠনে বেশকিছু রদবদল এসেছে। যুব মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব থেকে অপসারিত করা হয়েছে সৌমিত্র খাঁকে। রাজ্য বিজেপির সহ সভাপতির দায়িত্বে আনা হয়েছে তাকে। অন্যদিকে রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি করা হয়েছে বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!