এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরভোট সম্পর্কে বিশেষ বক্তব্য ফিরহাদ হাকিমের,উপনির্বাচনের মাঝেই কি বাজবে পুরনির্বাচনের দামামা?

পুরভোট সম্পর্কে বিশেষ বক্তব্য ফিরহাদ হাকিমের,উপনির্বাচনের মাঝেই কি বাজবে পুরনির্বাচনের দামামা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে করোনা সংক্রমণ কমে আসায় গত বৃহস্পতিবার উপ নির্বাচনের দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূলের একটি বিশেষ প্রতিনিধি দল। এরপর গত শুক্রবার উপ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশনের রাজ্য দপ্তর। রাজ্যের ৭ টি বিধানসভা কেন্দ্র যেখানে উপনির্বাচন হবে, সেখানে ইভিএম, ভিভিপ্যাটের প্রথম পর্যায়ের পরীক্ষার কাজ শুরু করার নির্দেশ দেয়া হয়েছে। এই আবহে একাধিক বিরোধীদলের প্রশ্ন, রাজ্যে পুরভোট কবে নেওয়া হবে?

দীর্ঘদিন ধরে কলকাতা সহ রাজ্যের অধিকাংশ পুরসভা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে বিদায়ী মেয়র বা বিদায়ী চেয়ারম্যানকে পুর প্রশাসক রূপে নিযুক্ত করে, তাঁর অধীনে প্রশাসক বোর্ড গঠন করা হয়েছে। এভাবেই মেয়াদোত্তীর্ণ পুরসভাগুলিতে দেয়া হচ্ছে পুর পরিষেবা। রাজ্যে বারবার পুরভোটের দাবি করা হয়েছে একাধিক বিরোধী দলের পক্ষ থেকে। উপনির্বাচনের প্রস্তুতি শুরু হতেই দ্রুত পুরভোট করানোর দাবি উঠেছে বিরোধীদের পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উপনির্বাচন সম্পর্কে রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন, রাজ্যে উপ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে বলে, তাঁরা আনন্দিত। তাঁরা চান, কোন বিধানসভাই যেন জনপ্রতিনিধিহীন হয়ে না থাকে। শূন্য হয়ে থাকা বিধানসভায় যদি দ্রুত জনপ্রতিনিধি নির্বাচন করা হয়, তাহলে সেই প্রক্রিয়াকে তাঁরা স্বাগত জানাচ্ছেন।

এখন প্রশ্ন উঠেছে, মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলোতে কবে হবে পুর নির্বাচন? এর উত্তরে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন যে, তিনি এখন সেই দপ্তরের মন্ত্রী নন। তাই এ বিষয়ে তিনি কিছু বলতে চান না। তবে, এটুকুই তিনি বলতে চান যে, সমস্ত রকম ভোটের জন্য প্রস্তুত রাজ্যের শাসক দল তৃণমূল। তাঁর এই বক্তব্য শুনে অনেকে মনে করছেন যে, উপনির্বাচনের সঙ্গে সঙ্গেই এবার বাজতে পারে পুর নির্বাচনের দামামা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!