এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার পুরসভার অধিবেশনেও উঠল “জয় শ্রী রাম ধ্বনি” অস্বস্তি ক্রমশ বাড়ছে শাসকদলের

এবার পুরসভার অধিবেশনেও উঠল “জয় শ্রী রাম ধ্বনি” অস্বস্তি ক্রমশ বাড়ছে শাসকদলের


শুরুটা হয়েছিল চন্দ্রকোনা রোড দিয়ে মুখ্যমন্ত্রী ফেরার সময়। যেখানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর গাড়ি লক্ষ্য করে কিছু যুবক জয় শ্রীরাম স্লোগান দিলে গাড়ি থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সেই যুবকদের উদ্দেশ্যে বলেন, “কিরে পালাচ্ছিস কেন! সামনে আয়। হরিদাস সব, গালাগালি দিচ্ছে!” যা নিয়ে উত্তাল হয়ে উঠে রাজ্য রাজনীতি।

একজন মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম স্লোগানকে কেন গালাগালি হিসেবে ধরে নিলেন তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। আর এরপর থেকেই বিভিন্ন সময় মাঠে, ময়দানে বিজেপি কর্মীদের সেই জয় শ্রীরাম বলার মাত্রা আরও দ্বিগুনভাবে বৃদ্ধি পায়। এবার কলকাতা পুরসভার অধিবেশনেও সেই জয় শ্রীরাম স্লোগান উঠল।

সূত্রের খবর, এদিন পুরসভার অধিবেশনের শেষ পর্বে বিজেপির মীনাদেবী পুরোহিত প্রস্তাব রাখেন যে, গঙ্গার ধারে জগন্নাথ ঘাটের সঙ্গে যে নিকাশি নালা রয়েছে তা বহু পুরনো। সেখানকার হালও খুব খারাপ। তাই সেই নিকাশি ব্যবস্থার যাতে সংস্কার করা হয়। আর সেইমতো ভালোই চলছিল অধিবেশন। কিন্তু হঠাৎই নিজের প্রস্তাব শেষ করে “জয় শ্রীরাম” বলে ওঠেন বিজেপির এই কাউন্সিলর।

এদিকে মীনাদেবী পুরোহিত জয় শ্রীরাম স্লোগান তুললে মেয়র পারিষদ তারক সিংহ পাল্টা বলেন, “এই দেশ রাম এবং রহিমের। এখানে ধর্মীয় বিভাজন করবেন না।” আর এরপরই দু’পক্ষেরই বিবাদ মেটাতে নির্দেশ দেন কলকাতা পৌরসভার চেয়ারম্যান মালা রায়। আর তখনই নিজের আসনে গিয়ে বসেন বিজেপির কাউন্সিলর মীনাদেবী পুরোহিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর অধিবেশনের মধ্যে বিজেপি কাউন্সিলরের এহেন আচরণ প্রসঙ্গে এদিন মুখ খোলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, “কেউ শ্রীরামের শত্রু নয়। আসলে ওরা ধর্মীয় ভাবাবেগে খোঁচা দিচ্ছে। এটা অত্যন্ত অন্যায়। অধিবেশনে সাধারণ মানুষের যেকোনো সমস্যার কথা বলা যেতেই পারে। কিন্তু জয় শ্রীরাম বলার মতো কোনো কারণ নেই।”

তবে ফিরহাদ হাকিম জয় শ্রীরাম শব্দ প্রয়োগ নিয়ে আপত্তি তুললেও বিজেপির তরফে একাংশ অবশ্য বলছেন, রামনাম জপ করলে তৃণমূলের এত অস্বস্তি হচ্ছে কেন! আসলে তোষন করতে করতে একদম শেষ সীমায় পৌঁছে গেছে শাসক দল। আর তাইতো রামের নাম শুনলেই এখন তারা বীতশ্রদ্ধ হতে শুরু করেছে।

অন্যদিকে বিশেষজ্ঞদের একাংশও বলছেন, শ্রীরাম শব্দের অর্থ হল শৌর্যের প্রতীক। কাজেই যে কেউ রামনাম প্রয়োগ করতেই পারে। সব মিলিয়ে এবার কলকাতা পৌরসভার অধিবেশনে বিজেপি কাউন্সিলরের গলায় জয় শ্রীরাম শ্লোগান ওঠায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!