এখন পড়ছেন
হোম > অন্যান্য > পুরোহিত-ভাতা দিতে গিয়ে কি এবার বড়সড় বিপাকে পড়তে চলেছে মমতার সরকার? আদালতের পদক্ষেপে জল্পনা

পুরোহিত-ভাতা দিতে গিয়ে কি এবার বড়সড় বিপাকে পড়তে চলেছে মমতার সরকার? আদালতের পদক্ষেপে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতিতে এবছর সব কিছুই যেন খাপছাড়া। পূজো এসে গেলেও এবার তাই পুজোর ব্যাপারটা নেই। অন্যদিকে করোনাতে এই বছর মানুষের পকেট ফাঁকা। তাই চাঁদা থেকে শুরু করে ক্লাবের পুজোয় টান পড়েছে সর্বত্রই। সেই সঙ্গে পুরোহিতদের কাজেও একই সমস্যা রয়েছে। রাজ্য সরকারের তরফে পুরোহিত ভাতা নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হলেও তা এখনি খুব একটা কার্যকরী হবে বলে বোঝা যাচ্ছে না। এক্ষেত্রে আবারও নতুন করে পুরোহিত ভাতা নিয়ে রাজ্য সরকারের সামনে আসতে চলেছে বড় সমস্যা।

বস্তুত, দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান ও পুরোহিত ভাতা প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। ভারতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মের নামে এভাবে সরকার কোনও অনুদান দিতে পারে না এবং এটি সংবিধানবিরোধী, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। আর মামলাটি করেছেন দুর্গাপুরের সিটু নেতা সৌরভ দত্ত। তাঁর কথায়, ধর্মাচারের জন্য এভাবে কোন সরকার অর্থ দিতে পারে না। সেইসঙ্গে মহামারী পরিস্থিতির কথাও সরকারের ভাবা উচিত ছিল। আর এই নিয়েই রাজ্য সরকারের সামনে এখন নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তাঁর আইনজীবীর তরফে জানা গেছে যে, সরকারি অর্থ এভাবে ব্যয় করার কোনো নিয়ম নেই। দুর্গাপুজোয় অনুদান এবং পুরোহিত ভাতা দু’টিই সংবিধান বিরোধী। ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আর তাই একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কোনও সরকার এভাবে কাজ করতে পারে না। তথ্য সূত্রে জানা গেছে, আগামী বুধবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে বলে জানা যায়। তার আগে পুরোহিত ভাতা দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আর সেই হলফনামায় রাজ্য কিসের ভিত্তিতে এই পুরোহিত ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে তা উল্লেখ করতে হবে বলেই জানানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও ২০১৮ সালে দুর্গাপূজায় সরকারি অনুদান নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দায়ের হয়েছিল। তখন রাজ্য সরকারের তরফে জানানো হয় যে, দুর্গাপূজা উপলক্ষে নয়, মানুষের সচেতনতা বৃদ্ধির কারণে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পে’র আওতাতেই রাজ্যের ক্লাবগুলিকে টাকা দেওয়া হচ্ছে। তবে শেষ পর্যন্ত মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালে পুলিশের মাধ্যমেই কিন্তু ক্লাবগুলিকে ওই টাকা প্রদানের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এছাড়াও পুরোহিত ভাতার মতোই ইমাম ভাতা প্রদান নিয়েও এর আগে মামলা দায়ের হয়েছিল বলে জানা যায়। ওই মামলার পরই ইমামদের ওয়াকফ বোর্ডের মাধ্যমে ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু এবারে যে সহজে সমাধান আসবে না, একথা অনেকেই মনে করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!