এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুরনো কর্মীদের নিয়ে বিধায়কদের নয়া নির্দেশ প্রশান্ত কিশোরের, ২০২১ এর আগে ক্রমশ বাড়ছে জল্পনা!

পুরনো কর্মীদের নিয়ে বিধায়কদের নয়া নির্দেশ প্রশান্ত কিশোরের, ২০২১ এর আগে ক্রমশ বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2011 সালের আগে তৃণমূল কংগ্রেসের জন্য দিনরাত লড়াই করে যে সমস্ত কর্মীরা প্রানপাত করতেন, ক্ষমতায় আসার পর তার আর সেভাবে গুরুত্ব পান না। নতুন কর্মীদের আগমনে কার্যত পিছনের সারিতে জায়গা হয়েছে সেই পুরনো কর্মীদের। যার জেরে অনেক জায়গাতেই তৈরি হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। তবে সামনেই 2021 এর বিধানসভা নির্বাচনে যাতে সকলকে নিয়ে পথ চলা যায়, তার জন্য চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই এই গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে টিম প্রশান্ত কিশোরের তরফ থেকেও কড়া পদক্ষেপ নেওয়ার কথা শোনা যাচ্ছে।

আর এই পরিস্থিতিতে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে অভিমান করে দূরে চলে যাওয়া কর্মীদের কাছে টেনে নেওয়ার নির্দেশ দিতে শুরু করেছেন প্রশান্ত কিশোর। জানা গেছে, ইতিমধ্যেই সমস্ত তৃণমূল বিধায়কদের উদ্দেশ্যে প্রশান্ত কিশোর জানিয়ে দিয়েছেন, পুজোর আগেই নিজের কেন্দ্রে কর্মী সম্মেলন শেষ করতে হবে। আর দলের রাজনৈতিক পরামর্শদাতার এই নির্দেশ পাওয়ার সাথে সাথেই সেই কর্মী সম্মেলন করতে শুরু করে দিয়েছেন তৃনমূলের সমস্ত বিধায়করা।

তবে সব থেকে গুরুত্বপূর্ণ দলের পুরোনো কর্মীদের সামনের সারিতে নিয়ে আসা। এখন তৃণমূল বিধায়কদের সেই বার্তাই দিয়ে চলেছেন প্রশান্ত কিশোর। কেননা অতীতে এই পুরনো তৃণমূল কর্মীদের জন্য ক্ষমতায় আসার পথ প্রশস্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের। তাই বর্তমানে বিজেপির যখন প্রভাব বাড়ছে এবং তৃণমূলের বসে পড়া কর্মীদের বিজেপি নিজেদের দিকে টানতে চেষ্টা করছে, তখন সেই সমস্ত পুরনো কর্মীদের মান ভাঙানোর জন্য উদ্যত হলেন প্রশান্ত কিশোর। এদিন এই প্রসঙ্গে প্রশান্ত কিশোর বলেন, “শুধু কর্মী সম্মেলন করলে হবে না। কর্মী সম্মেলন করে পুরনো কর্মীদের দলে ফেরাতে হবে। এই দায়িত্ব বিধায়কদের নিতে হবে। বিধায়করা নিজের নিজের এলাকায় অভিমান করে দূরে চলে যাওয়া কর্মীদের কাছে ডেকে নেবেন। বার্তা দেবেন একসঙ্গে পথ চলার।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, প্রশান্ত কিশোরের এই বার্তার ফলে স্থানীয় তৃণমূলের জনপ্রতিনিধিরা দলের পুরোনো কর্মীদের সক্রিয় করতে উদ্যত হবেন। আর দলের পুরোনো কর্মীরা যদি সক্রিয় হতে শুরু করেন, তাহলে তৃণমূল কিছুটা হলেও তাদের সংগঠনকে চাঙ্গা করতে সক্ষম হবে। কেননা এই পুরোনো কর্মীদের জন্য বিগত বাম সরকারকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস।

তাই সেই সমস্ত কর্মীরা যদি আবার বর্তমানে 2021 এর বিধানসভা নির্বাচন যখন তৃণমূলের কাছে চ্যালেঞ্জিং হয়ে দাড়িয়েছে, তখন কার্যত নিষ্ক্রিয় হয়ে বসে থাকেন, তখন তা তৃণমূলের পক্ষে সামাল দেওয়া কিছুটা হলেও অসুবিধে হবে। তাই সেই সমস্ত বিদ্রোহী কর্মীদের নিয়ে এখন বিধায়কদের সমস্ত দায়িত্ব নেওয়ার পরামর্শ দিলেন প্রশান্ত কিশোর। তবে বিভিন্ন বিধানসভা এলাকায় তৃণমূলের বসে পড়া কর্মীদের সক্রিয় করতে বিধায়কদের উদ্যোগ কতটা সফল হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!