এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুরনো তৃণমূল ভবনে ফিরবেন না মমতা, নয়া বক্তব্যে তুঙ্গে জল্পনা!

পুরনো তৃণমূল ভবনে ফিরবেন না মমতা, নয়া বক্তব্যে তুঙ্গে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তোপসিয়ায় অবস্থিত ছিল তৃণমূলের রাজ্য অফিস। কিন্তু তার অবস্থা মোটেই ভালো নয় তাই নতুন করে সেখানে অফিস তৈরি করা হচ্ছে। কিন্তু ততদিন দলের অফিস থাকবে না তা কি হয়! তাই সেই কারণে মেট্রোপলিটনের কাছে তৃণমূলের অস্থায়ী অফিস তৈরি করা হয়েছে। যা পুরনো অফিসের থেকে অনেকটাই ঝাঁ-চকচকে। আর সেই নতুন অফিসের এসেই আগামী দিনে যে এই অফিস থেকেই দল পরিচালিত হতে পারে, তা জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন, নতুন এই অফিসটি তার অত্যন্ত পছন্দের।

সূত্রের খবর, বৃহস্পতিবার নতুন ভবনে তৃণমূলের প্রথম রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানেই উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভবনের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই তিনি বলেন, “এই অফিস আমি নিজে পছন্দ করেছি। এটা অস্থায়ী অফিস। ভাড়া নেওয়া হয়েছে। তবে আগামী দিনে এটি স্থায়ী হতে পারে। এই অফিস খুব সুন্দর হয়েছে।”

বিশেষজ্ঞদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথার মধ্যে দিয়েই পরিষ্কার যে, আগামী দিনে এখান থেকেই দল পরিচালিত হতে পারে। ইতিমধ্যেই তৃণমূলের যে পুরনো পার্টি অফিস, সেখানে নতুন করে পার্টি অফিস তৈরি করার কাজ শুরু হয়েছে বলে খবর। তবে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর আগামী দিনে মেট্রোপলিটনের এই অফিসই তৃণমূলের স্থায়ী ঠিকানা হবে বলে মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!