এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বেজে গেল পুরভোটের দামামা – ১৭ পুরসভার নির্বাচন নিয়ে জানুন খুঁটিনাটি, বাড়ছে জল্পনা

বেজে গেল পুরভোটের দামামা – ১৭ পুরসভার নির্বাচন নিয়ে জানুন খুঁটিনাটি, বাড়ছে জল্পনা

ফের ভোটের দামামা বেজে গেল রাজ্যে। সূত্রের খবর, হাওড়া, পানিহাটি, হাবড়া, বহরমপুর, কৃষ্ননগর, ডায়মন্ডহারবার, বালুরঘাট, মেখলিগঞ্জ সহ ১৭ টি পুরসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী অক্টোবর থেকে জানুয়ারীর মধ্যে। নিয়মানুযায়ী, এই সময়ে হয় নির্বাচন আর নাহলে প্রশাসনক বসাতে হবে রাজ্যকে। তবে ঠিক কোন সময়ে এই পুরসভাগুলিতে ভোট হবে তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানতে চাওয়া হলেও সরকারের তরফে কোনো বক্তব্য মেলেনি। কিন্তু তার জন্য তো চুপ করে বসে থাকা যায় না! তাই এবারে এইপুরসভা গুলির ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ শুরু হয়ে গেল।

সূত্রের খবর, রাজ্যের ঠিক কোন কোন পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস করা হবে তা নিয়ে সরকারের কাছে জানতে চেয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং। আর সেই চিঠির উত্তরেই রাজ্য সরকারের পুর দপ্তরের সচিব সুব্রতকুমার গুপ্ত নিজেদের মত স্পষ্ট করে সাফ জানিয়ে দিলেন যে কোনোমতেই ওয়ার্ড বাড়ানোর পক্ষে নন তাঁরা।

জানা গেছে, 66 টি ওয়ার্ডের হাওড়া পুরসভায় কিছু এলাকা পুনর্বিন্যাসের কাজ হলেও ওয়ার্ড বৃদ্ধি হবে না। জেলাশাসক এই পুনর্বিন্যাসের রিপোর্ট রাজ্য নির্বাচন কমিশনারকে পাঠাবেন। আর সেখান থেকেই মিলবে অনুমোদন। পাশাপাশি বালুরঘাট পুরসভাতে চকভৃগু এলাকা যুক্ত হলেও সেখানে 25 টি ওয়ার্ডই থাকবে, তবে কিছু ওয়ার্ডের এলাকা বাড়তে পারে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে কৃষ্ণনগর পুরসভার একটি ওয়ার্ড বাড়বে বলে জানা গেছে, সেক্ষেত্রে এই পুরসভার ওয়ার্ড সংখ্যা হবে 25 টি। কিন্তু তিনটি পুরসভা বাদে বাকি 14 টি পুরসভার আসন সংরক্ষনের খসড়া তালিকা প্রকাশ হলে এবার তা নিয়ে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। দেখা গেছে, বেশিরভাগ আসনেই এবার মহিলারা রয়েছেন। ফলে অনেক নেতাই দাড়াতে পারছেন না। ইতিমধ্যেই এই ব্যাপারে বেশকিছু অভিযোগও জমা পড়েছে বলে খবর। যেমন পানিহাটি এবং হাবড়ায় আসন সংরক্ষন নিয়ে অভিযোগ জানিয়েছেন বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম। আবার কোথাও কোথাও শাসকদলের অনেক নেতাও অভিযোগ জানাতে শুরু করেছেন। এদিন এই প্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের এক কর্তা বলেন, “আইন মোতাবেন আসন সংরক্ষন হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো ত্রুটি থাকে তবে তা পরিবর্তনের জন্য জেলাশাসকদের বলা হবে।” সব মিলিয়েআসন্ন 17 টি পুরসভা নির্বাচনির জোর দামামা বেজে গেল রাজ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!