এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরভোটে জয়ের পরেও চূড়ান্ত অভিমান ফিরহাদ হাকিমের বক্তব্যে, কি এমন ঘটল? জেনে নিন

পুরভোটে জয়ের পরেও চূড়ান্ত অভিমান ফিরহাদ হাকিমের বক্তব্যে, কি এমন ঘটল? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল কলকাতা পুরসভার নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। এবং দেখা যাচ্ছে বিশাল ভোটে জয় হয়েছে ঘাসফুল শিবিরের। তৃণমূলের একাধিক নেতা ভোটের ব্যবধান বাড়িয়ে দুর্দান্ত জয় পেয়েছেন। যার মধ্যে অন্যতম হলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ ফিরহাদ হাকিম। বন্দর এলাকার সাতটি ওয়ার্ড ফিরহাদ হাকিমের হাত ধরে তৃণমূল জয়লাভ করেছে। তবে জয়ের পর ফিরহাদ হাকিম একদা সতীর্থ তথা বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন।

শুধু ক্ষোভ নয়, বোঝা গেল তার কথায় জমে রয়েছে অভিমান। পুরসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর মন্ত্রী ফিরহাদ হাকিম মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের এবং সেখানেই তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতি একরাশ অভিমান প্রকাশ করেন। কার্যত দেখা গেছে, বিভিন্ন সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমকে বিভিন্ন ভাবে আক্রমণ করেছেন। এবং অনেক ক্ষেত্রে ধর্মীয় আক্রমণের মুখোমুখি হয়েছেন তৃণমূল নেত্রীর এই বিশ্বস্ত সৈনিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সে প্রসঙ্গ তুলে ফিরহাদ হাকিম জানিয়েছেন, যার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, যিনি তার বাড়িতে আসতেন একটা সময় নিয়মিত, তিনি যেভাবে তাঁর ধর্ম নিয়ে তাঁকে বারবার আক্রমণ করেছেন, তাতে ফিরহাদ হাকিম যথেষ্ট কষ্ট পেয়েছেন। রাজনৈতিক অবস্থান বদলেছে বলে এভাবে অপমান করবে বলে প্রশ্ন তুলেছেন ফিরহাদ হাকিম শুভেন্দু অধিকারীর প্রতি। প্রশ্ন উঠেছে, ফিরহাদ হাকিমের মেয়র হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। হাতে এসেছে বড় জয়। তাহলে এখন বিরোধী দলনেতার কথা নিয়ে এতটা আবেগতাড়িত হওয়ার কারণ কি?

সে প্রসঙ্গ উঠতেই ফিরহাদ হাকিম উত্তর দেন, তিনি তাঁর দেশকে ভালোবাসেন মা হিসেবে। বারবার অন্যের কাছে কৈফিয়ৎ দেবার প্রসঙ্গ আসে যেহেতু তিনি অন্য ধর্মে জন্মেছেন বলে, এটা অত্যন্ত অপমানজনক। এদিন ফিরহাদ হাকিম তাঁর জয়ের জন্য ধন্যবাদ জানিয়েছেন তাঁর ওয়ার্ডের সমস্ত মানুষকে। খুব স্বাভাবিকভাবেই ফিরহাদ হাকিমের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুভেন্দু অধিকারী অবশ্য ফিরহাদ হাকিমের অভিযোগের এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি বলেই খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!