এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > পুরভোটে কি এবার একলা চলো? কি ভাবছে বাম শিবির?

পুরভোটে কি এবার একলা চলো? কি ভাবছে বাম শিবির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সামনেই পুরভোট, আরো একবার জমজমাট লড়াইয়ের প্রস্তুতি বাংলার রাজনৈতিক মহলে। লড়াইয়ের ময়দানে নামতে তৈরি তৃণমূল-বিজেপি ও বাংলার অন্যান্য রাজনৈতিক দল। তবে প্রশ্ন উঠেছে, সিপিএম এবং কংগ্রেসকে নিয়ে। একুশের বিধানসভা নির্বাচনে সিপিএম এবং কংগ্রেস গাঁটছড়া বেঁধে লড়াইতে নামে। পরবর্তীতে তাদের সঙ্গে গাঁটছড়া বাঁধে আইএসএফ। কিন্তু একুশের বিধানসভার নির্বাচনের ফলাফলে দেখা যায়, রাজ্যের বাম শিবির এবং কংগ্রেস কার্যত শূন্যে পৌঁছে গিয়েছে।

তাই প্রশ্ন উঠছে, পুরভোটে কি সিপিএম কংগ্রেসের সঙ্গে আবার জোট বাঁধবে? নাকি রাজ্যে এবার একলা চলো নীতি নিয়ে তাঁরা এগোবে? প্রসঙ্গত শোনা যাচ্ছে সিপিএমের একটা বড় অংশ কিন্তু একলা চলো নীতির পক্ষে। 2016 সাল থেকে রাজ্যে সিপিএম কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে লড়াইতে নামছে। কিন্তু তাতে কোন লাভ হয়নি। বরং ধীরে ধীরে অস্তিত্ব সংকটে পড়েছে রাজ্যের বাম দল। সিপিএমের একটা বড় অংশ অবশ্য চাইছে, পুরভোট হোক একলা চলো নীতির মাধ্যমে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত সম্প্রতি উপনির্বাচনে কিন্তু রাজ্যের কমিউনিস্টরা এককভাবে লড়াই করেছেন এবং তাতে ফল খুব একটা খারাপ হয়নি। সিপিএম কিংবা বামেদের মূল লড়াই কিন্তু তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। আর সেই লড়াইতে এই মুহূর্তে কংগ্রেস নেই। তবে পুরভোটে জোট হবে কি হবে না, তার পুরোটাই এখন আলোচনার স্তরে। জানা যাচ্ছে, জেলা স্তরের বাম নেতারা কিন্তু একেবারেই নারাজ কংগ্রেসের সঙ্গে জোট করতে। তবে রাজ্য নেতৃত্ব জেলার মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে শোনা যাচ্ছে।

কিন্তু পুরভোটে স্থানীয় পরিস্থিতির ওপর সমীকরণ নির্ভর করছে। আর তাই বামেদের মূল রাজনৈতিক লক্ষ্য অটুট রেখেই প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জেলা নেতৃত্বকে বার্তাও দিয়েছেন সিপএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আপাতত রাজ্যে বামফ্রন্টের বৈঠক আগামী 15 ই নভেম্বর। আর সেখানেই যাবতীয় ইস্যু আলোচনা হবে বলেই মনে করা হচ্ছে। আপাতত আগামী দিনে কোন সিদ্ধান্ত গৃহীত হয় বাম বৈঠকে, সে দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!