এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরভোট মিটতেই তৃণমূলে আসছেন জয়ী প্রার্থীরা, শুরু তীব্র জল্পনা

পুরভোট মিটতেই তৃণমূলে আসছেন জয়ী প্রার্থীরা, শুরু তীব্র জল্পনা

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পুরভোটের গণনা পর্ব শেষ হতেই তৃণমূলে আসার হিড়িক পড়ে গিয়েছে। ইতিমধ্যে কলকাতা পুরসভা নির্বাচনে অংশগ্রহণ করা 2 নির্দল প্রার্থী ঘোষণা করে দিয়েছেন, তাঁরা তৃণমূলে যোগ দিচ্ছেন। কলকাতা পুরভোটে প্রার্থী হয়েছিলেন পূর্বাশা নস্কর। রাজনীতির সঙ্গে তাঁর যোগ না থাকা সত্বেও নির্দল প্রার্থী হিসেবে 141 নম্বর ওয়ার্ডে তিনি লড়াইয়ে নেমেছিলেন। সকাল থেকেই কিন্তু 141 নম্বর ওয়ার্ড ঘিরে একটি বিতর্ক তৈরি হয়েছিল।

141 নম্বর ওয়ার্ডে তৃণমূল সহ বাকি দলের প্রার্থীদের একটা সময় পিছনে ফেলে দেন নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর। আর তখনই গণনা বন্ধ হয়ে যায়। পূর্বাশা শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তবে শেষপর্যন্ত দেখা গেল 141 নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর। 536 ভোটে তিনি জয় পেয়েছেন এবং রাজনীতির ময়দানে আনকোরা সদস্য হিসেবে পথ চলা শুরু করলেন। তবে কাউন্সিলর হওয়ার পথে এগিয়ে নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর কিন্তু জানিয়ে দিয়েছেন, তিনি তৃণমূলে যোগ দেবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে পূর্বাশা নস্কর জানিয়েছেন, তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেন বরাবরই। তিনি বহু আগে থেকেই রাজনীতিতে আসার ইচ্ছা রেখেছিলেন। এবং এবার তিনি তৃণমূলে যোগ দেবেন। আর এক নির্দল প্রার্থী এবারে পুরো নির্বাচনে জয় পেয়েছেন তিনি হলেন রুজিনা নাগ। ইতিমধ্যেই রুজিনা ফিরহাদ হাকিম এর সঙ্গে দেখা করে এসেছেন তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে। খুব স্বাভাবিকভাবেই পুরনির্বাচনে জেতার পর নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেয় তাতে তৃণমূলের ক্ষমতা যে বৃদ্ধি পাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!