এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরভোট নিয়ে কি জবাব দিল রাজ্য নির্বাচন কমিশন? জেনে নিন

পুরভোট নিয়ে কি জবাব দিল রাজ্য নির্বাচন কমিশন? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট উপ নির্বাচন শেষ হওয়ার পরেই আঁচ পাওয়া গিয়েছিল রাজ্যে এবার পুর নির্বাচন শুরু হতে চলেছে। তবে পুর নির্বাচন হবার কথা সামনে আসতেই জানা যায় কলকাতা ও হাওড়ার পুরভোট একদিনে হবে এবং বাকি রাজ্যে পুরসভার ভোট আলাদা দিনে হবে। আর এখানেই বিজেপির অভিযোগ। কেন গোটা রাজ্যে একদিনে পুরভোট হবেনা? আলাদা আলাদাভাবে কেন পুরভোট করা হচ্ছে? ইতিমধ্যে হাইকোর্টে মামলা হয়েছে এই নিয়ে।

আর সেইসূত্রে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, মূলত করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই হাওড়া এবং কলকাতা পুরসভায় আগে ভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, কলকাতায় এখনো পর্যন্ত 85 শতাংশ এবং হাওড়ায় 55 শতাংশ নাগরিকের টিকাকরণ সম্পন্ন হয়েছে। কিন্তু রাজ্যের বাকি পুরসভাগুলিতে এখনো পর্যন্ত টিকাকরণ যথেষ্ট কম। হাইকোর্টের তরফ থেকে প্রশ্ন তোলা হয় কেন কলকাতা এবং হাওড়ায় আগে ভোট হচ্ছে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং সেক্ষেত্রে হলফনামা দাখিল করার কথা বলা হয় রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে। আর সেই সূত্রেই এবার রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে হলফনামা জমা দেওয়া হয়েছে। কমিশনের তরফ থেকে বলা হচ্ছে, ধাপে ধাপে পুরভোট হলে টিকাকরণের কাজ অনেকটাই এগিয়ে যাবে। সেক্ষেত্রে পুরসভা নির্বাচন অনেক নিরাপদে হবে। সূত্রের খবর, মঙ্গলবার সম্ভবত রাজ্য নির্বাচন কমিশন পুরভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে আনুষ্ঠানিকভাবে।

যদিও রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়ে গেছে কলকাতা এবং হাওড়ায় আগামী উনিশে ডিসেম্বর ভোটগ্রহণ হতে চলেছে। আপাতত কলকাতা এবং হাওড়া পুরভোট নিয়ে আরো একবার রাজনীতি রাজনৈতিক ময়দানে নামতে চলেছে তৃণমূল এবং বিজেপি। গেরুয়া শিবিরের তরফ থেকে প্রাণপণ চেষ্টা চালানো হচ্ছে একের পর এক হারের শেষে এবার পুরভোটে ঘুরে দাঁড়ানোর। সেই লক্ষ্যে তাঁরা সফল হবে কিনা, সে দিকেই চোখ থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!