এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরভোটের আগে মুখ্যমন্ত্রীর নামে বড়সড় অভিযোগ দিলীপ ঘোষের

পুরভোটের আগে মুখ্যমন্ত্রীর নামে বড়সড় অভিযোগ দিলীপ ঘোষের

রাজ্যে এমনিতেই বেজে উঠেছে পুরভোটের দামামা। আর মাত্র কিছুদিনের ব্যবধান, তার মধ্যেই শুরু হতে চলেছে রাজ্যজুড়ে পুরসভার নির্বাচন। আর এই পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের শাসক শিবির ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগের তরজা তুঙ্গে উঠেছে। একদিকে যেমন শাসক দল তৃণমূল লোকসভা নির্বাচনের পর এই মুহূর্তে পুরসভা নির্বাচনকেই গুরুত্ব দিচ্ছে, সেভাবেই বিজেপিও পিছিয়ে নেই। তাঁরাও বিধানসভা নির্বাচনের আগে পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের জল মেপে নেওয়ার কাজে মনোনিবেশ করেছে বলে খবর। তবে এদিন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন।

এদিন দিলীপ ঘোষ পঞ্চায়েত নির্বাচনের সময় রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ করে অভিযোগ করেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে অস্থিরতা কায়েম করতে চলেছেন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, গত লোকসভা নির্বাচনের পর থেকেই এ রাজ্যের রাজনৈতিক মানদন্ড স্থির করে নিয়েছে বিজেপি, যার ফলে তৃণমূলের না জেতার সম্ভাবনাই বেশি। সে কারণেই তৃণমূল নেত্রী ষড়যন্ত্র করে পুরসভার নির্বাচনের মধ্য দিয়ে নিজেদের শাসন কায়েম করতে চলেছে। বহুদিন ধরেই বিজেপি শিবির থেকে অভিযোগ করা হচ্ছে, শাসকদলের পক্ষ থেকে বিজেপির বহু নেতা নেত্রীকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং পুলিশের সাহায্যে তাঁদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, প্রতিটি রাজ্যে বিজেপির অফিস ভেঙে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে দিলীপ ঘোষ এদিন চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, বিজেপির সম্ভাব্য প্রার্থীদের তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে। তবে দিলীপ ঘোষ পুলিশের অত্যাচারের বিরুদ্ধে আগেই হুঁশিয়ার দিয়েছিলেন তাঁদের কর্মী সমর্থকদের ওপর পুলিশের অত্যাচার বন্ধ না হলে এবার সারা রাজ্যে থানা ঘেরাওয়ের পাশাপাশি পুলিশ সুপারের অফিসও ঘেরাও করা হবে। এদিন সেই হুঁশিয়ারকেই আরেকবার পুনরাবৃত্তি করলেন তিনি।

এখনো পর্যন্ত দেশের বিধানসভা নির্বাচনগুলির বেশিরভাগই বিজেপির ঝুলি শূন্য। তাই এবার বিজেপি সম্পূর্ণ মনোনিবেশ করেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে। তবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগেই শুরু হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই পুরসভা নির্বাচন। তাই সেদিকে লক্ষ্য রেখে বেশ কিছু রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে বিজেপি শিবির বলে খবর। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দেশের অন্যান্য রাজ্যে বিধানসভা দখলে বিজেপি-র অসফলতা রাজ্যের শাসক দলকে কিছুটা নৈতিক জোর দেবে বলে মনে করা হচ্ছে। আপাতত আগামী পুরসভা নির্বাচনের দিকে কড়া নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!