এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > পুরভোটের আগেই বড়সড় প্রশাসনিক রদবদল বনগাঁ উত্তর পুরসভায়, তীব্র জল্পনা রাজনৈতিক মহলে

পুরভোটের আগেই বড়সড় প্রশাসনিক রদবদল বনগাঁ উত্তর পুরসভায়, তীব্র জল্পনা রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে বিধানসভা নির্বাচন আপাতত শেষ। তৃণমূল সরকারের প্রত্যাবর্তন হয়েছে। আর এবার বাকি থাকা পুর নির্বাচন নিয়ে তৎপরতা শুরু করল তৃণমূল সরকার। দীর্ঘদিন ধরেই পুর নির্বাচন হওয়া বাকি। পুরসভার কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়ে গেছে বহুকাল আগে। বর্তমানে পুর প্রশাসক নিয়োগ করে পুসভার কাজ চালানো হচ্ছে। এই অবস্থায় রাজ্য সরকার এ বছরেই পুর নির্বাচন করে নেওয়ার পক্ষপাতী। আর পুর নির্বাচনের আগেই বড়সড় রদবদল হল বনগাঁ পুরসভায়। গতবছর করোনার কারণে পুরভোট বাতিল হয়।

এবছরের পুরভোট হবার কথা থাকলেও প্রথমদিকে বিধানসভা নির্বাচনের লড়াই নিয়ে সরগরম হয়ে উঠেছিল বাংলা। কিন্তু এবার চলতি বছরে পুরভোট করানোর ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। এই নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন। আর তারপরেই বড়সড় রদবদল করা হলো বনগাঁ পুরসভায়। এতদিন পর্যন্ত বনগাঁ উত্তর পুরসভার প্রশাসকের ভূমিকা পালন করছিলেন শংকর আঢ্য। কিন্তু এবার তাঁর জায়গায় আসতে চলেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে, ইতিমধ্যে রাজ্য পুর দপ্তরের পক্ষ থেকে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বনগাঁ উত্তর কেন্দ্রে কিন্তু ভালো ফল করেনি তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস দীর্ঘদিন ধরে শংকর আঢ্যকে সরানোর আবেদন জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত তাঁর আবেদনকেই স্বীকৃতি দিল তৃণমূল কংগ্রেস। শংকর আঢ্যর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার কারণ হিসেবে জানা গিয়েছে, দলেরই একাধিক কাউন্সিলর তাঁর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিলেন।

এমনকি শীর্ষ নেতৃত্বের কাছে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা হচ্ছিল। অন্যদিকে বিধানসভা নির্বাচনে বনগাঁ উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কিন্তু ভালো ফল করেনি। সেক্ষেত্রে তৃণমূলের কাছে পুরভোট অন্যতম চ্যালেঞ্জ। আর তাই পুরভোট জেতার জন্য আর কোনো রকম ঝুঁকি নিতে নারাজ এই মুহূর্তে তৃণমূল শিবির। সুতরাং প্রশাসক বদলের সিদ্ধান্ত যে রাজনৈতিক পুরভোটের হিসাব নিকাশেরই অঙ্গ, সে ব্যাপারে একমত বিশেষজ্ঞরা। আপাতত এই বদল নিয়ে এখনো পর্যন্ত শঙ্কর আঢ্যর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!