এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরভোটের আগেই গেরুয়া শিবিরে দ্বন্দ্বের আভাস, তীব্র গুঞ্জন

পুরভোটের আগেই গেরুয়া শিবিরে দ্বন্দ্বের আভাস, তীব্র গুঞ্জন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট পুরভোট সামনে আসতে না আসতেই গেরুয়া শিবিরে নতুন বিতর্ক। একুশের বিধানসভার নির্বাচন এবং একের পর এক উপনির্বাচনে হারের পর থেকে গেরুয়া শিবির কিছুটা পিছিয়ে রয়েছে। কিন্তু পুরভোটকে সামনে রেখে ঘুরে দাঁড়ানোর আশায় বিজেপির শীর্ষ নেতৃত্ব। এখানেই শুরু হয়েছে সমস্যা। কারণ সোমবার বিজেপির যে বহুচর্চিত দলীয় বৈঠক হয়েছে, সেখানে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তা নিয়ে শুরু হয়েছে দলের অন্দরেই ব্যাপক গুঞ্জন। প্রশ্ন উঠছে, কয়েক মাস আগে যখন বিধানসভা ভোটের লড়াইয়ে নেমে যারা সরকার গড়ার স্বপ্ন দেখেছিল, তারাই কলকাতা পুরভোটে এতটা পিছিয়ে গেল কি করে?

সূত্রের খবর, পুরভোটে 10 টি আসনে জয় পাওয়া বড় কঠিন তা প্রকারান্তরে মেনে নিয়েছে গেরুয়া শিবির। আর সেই অনুযায়ী রণকৌশল সাজানো হচ্ছে। কিন্তু বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই তথ্য সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। কার্যত পুরভোটের লক্ষ্যমাত্রা নিয়ে যে কথা বলা হচ্ছে তা ভিত্তিহীন বলে শুভেন্দু অধিকারী টুইট করেছেন। পাশাপাশি যারা গুজব ছড়াচ্ছেন, তাঁদের আইনি নোটিশ দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। বিজেপি সূত্রের খবর, সোমবার রাতে পুরভোটের প্রার্থীদের নিয়ে আইসিসিআর অডিটোরিয়ামে বিজেপির রুদ্ধদ্বার বৈঠক হয় শীর্ষ নেতাদের উপস্থিতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং এই বৈঠকের পর বিজেপি কর্মীদের একাংশ দাবি করেছে, 10 টি ওয়ার্ডকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যেগুলি বিশেষ দায়িত্ব নিয়ে রাজ্য বিজেপি হেভিওয়েট নেতা ঝাঁপিয়ে পড়তে চলেছেন। আর এই নিয়েই শুরু হয়েছে দলের অন্দরে ব্যাপক গুঞ্জন। অন্যদিকে শোনা যাচ্ছে, এই বৈঠকে প্রার্থীদের একটা অংশ ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে। কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন গেরুয়া শিবিরের অনেকেই। সোমবার দুপুরে রাজ্য দপ্তরে বৈঠকের পর সমস্যা আরও বেড়েছে বৈ কমেনি বলেই জানা যাচ্ছে।

অন্যদিকে রাজ্য সহ পর্যবেক্ষক অমিত মালব্য কিন্তু চড়া হুঁশিয়ারি দিয়েছেন দলীয় কর্মীদের। সব মিলিয়ে পুরভোট যত সামনে আসছে, ততই রাজনৈতিক দলগুলির অন্দরে শোরগোল শুরু হয়েছে। তবে এবারের পুরভোট আলাদা গুরুত্ব পাচ্ছে। তার কারণ আরও একবার মুখোমুখি গেরুয়া শিবির এবং শাসক দল তৃণমূল নামতে চলেছে। তবে গেরুয়া শিবিরের অন্দরের যে খবর প্রকাশ পাচ্ছে, তা যদি সত্য হয় তাহলে কিন্তু বিজেপির আগামী দিনে চরম বিপর্যয়ের মুখে পড়তে চলেছে বলে বিশেষজ্ঞদের দাবী।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!