এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরভোটের ইঙ্গিতের সাথেই সামনে এলো ভুয়ো ভ্যাকসিন কান্ড, তৃণমূল কি কার্যত চাপের মুখে?

পুরভোটের ইঙ্গিতের সাথেই সামনে এলো ভুয়ো ভ্যাকসিন কান্ড, তৃণমূল কি কার্যত চাপের মুখে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের পর এবার পুরসভার নির্বাচন হবার কথা। কিন্তু তার আগেই যেভাবে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজ্যে, তা পুরসভা নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, সম্প্রতি কসবা এলাকায় ভুয়ো ভ্যাকসিন কান্ড ঘিরে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

পাশাপাশি এই ভুয়ো ভ্যাকসিন কান্ড হিসেবে যার নাম সামনে আসছে, সেই দেবাঞ্জন দেবের সঙ্গে একের পর এক তৃণমূল নেতার সম্পর্কের হদিশ পাওয়া যাচ্ছে। অবশ্য সেক্ষেত্রে শুধুমাত্র ছবি কথা বলছে। কিন্তু রাজনৈতিক জল্পনায় ঐটুকুই যথেষ্ট বলে মনে করেন ওয়াকিবহাল মহল।

এক্ষেত্রে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, বিধানসভা নির্বাচনের পর যতটা শক্তি নিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল বর্তমানে ভুয়ো টিকাকরণ কান্ড তৃণমূলকে অনেকটাই কোণঠাসা করেছে। সূত্রের খবর, দেবাঞ্জন দেবের সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে কোন সময় ফিরহাদ হাকিমকে, কোন সময় দেবাশীষ কুমারকে, আবার কোন সময় শান্তনু সেনকে।

এই তিনজনই উত্তর ও দক্ষিণ কলকাতার পুরো প্রশাসনের হেভিওয়েট কার্যকর্তা। যদিও ব্যক্তিগতভাবে প্রত্যেকেই দেবাঞ্জন দেবের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছেন। পাশাপাশি কারো বিরুদ্ধেই কিন্তু এখনও পর্যন্ত এরকম কোন তথ্য সামনে আসেনি, যেখান থেকে বোঝা যায় দেবাঞ্জন বিশেষ সুবিধা অর্জন করেছে প্রশাসনিক কর্তাদের হাত ধরে।

একই সাথে দেবাঞ্জনের বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে একের পর এক অভিযোগ দায়ের করা হচ্ছে থানায়। আর এই নিয়ে সম্প্রতি দলের সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ জানিয়েছেন, এ ধরনের ঘটনা নিয়ে তৃণমূল মোটেই আশঙ্কিত নয়। এটি একটি সামাজিক অপরাধ যার সঙ্গে রাজনীতিকে জুড়ে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে।

প্রসঙ্গত তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীও এই ঘটনার জন্য অভিযোগ দায়ের করেছেন। প্রসঙ্গত মিমি চক্রবর্তীই ভুয়ো টিকা নেবার পরেই আবিষ্কার করেন জালিয়াতি কান্ড। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনার পিছনে পুর প্রশাসকের ভূমিকা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে ফিরহাদ হাকিম থেকে শুরু করে শান্তনু সেন কিংবা দেবাশীষ কুমার প্রত্যেকেই দেবাঞ্জন দেবের বিরুদ্ধে কথা বলেছেন। অন্যদিকে পুজোর আগেই রাজ্যে পুরভোট হওয়ার কথা। উপনির্বাচন হবার পরেই পুরভোট হবে বলে জানিয়েছেন ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেত্রীর ঘোষণার সাথে সাথেই সামনে এসেছে ভুয়ো ভ্যাকসিন কান্ড। আর তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে কলকাতা পুরসভার নাম। যা কার্যত পুরভোটের আগে তৃণমূল শিবিরকে তীব্র অস্বস্তির মুখে দাঁড় করিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে তড়িঘড়ি পরিস্থিতি সামলাতে ইতিমধ্যেই দেবাঞ্জন দেবের বিরুদ্ধে যাবতীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। একই সাথে এই ঘটনার পেছনে আর কারা কারা যুক্ত রয়েছে, তাঁরও খোঁজ চলছে। অনেককেই ইতিমধ্যে হেফাজতে নেওয়া শুরু হয়েছে। কিন্তু এত কিছুর পরেও কি কলকাতা পুরসভা জল্পনা থামাতে পারবে? রয়েছে বড়সড় প্রশ্ন। একইসাথে পুরসভা ভোটে কি কার্যত বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে কিছু সুফল লাভ করবে? জানতে গেলে অপেক্ষায় থাকতে হবে পুরভোটের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!