এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ পেতেই তৃণমূল শিবিরে, গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা সর্বত্র

পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ পেতেই তৃণমূল শিবিরে, গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা সর্বত্র


 

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আগামী 22 শে জানুয়ারি রাজ্য 4 টি পুরনিগমের নির্বাচন হতে চলেছে। আর সেই সূত্রেই গতকাল কালীঘাট থেকে চারটি পুরনিগমের সমস্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের প্রার্থী তালিকায় যারা জায়গা পাননি, তারাই এবার বিক্ষুব্ধ হয়ে উঠলেন। যেরকম আসানসোল পুরসভার পুরনো অনেক কাউন্সিলরই এবার আর জায়গা পাননি প্রার্থী তালিকায়। তাই তাঁরা ক্ষোভ উগড়ে দিয়েছেন। এমনকি নির্দল প্রার্থী হয়ে অনেকেই লড়াইয়ে নামবেন বলে জানিয়েছেন। তবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে দু একদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হচ্ছে।

পুরনিগমের ৫৯ নং ওয়ার্ডের দুবারের কাউন্সিলর হলেন মীর হাসিম। কিন্তু এবারের পুরভোটে প্রার্থী তালিকায় তাঁর জায়গা না হওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন তিনি। এদিকে হাসিমের অনুগামীরাও প্রশ্ন তুলেছেন এলাকায় ভালো কাজ করা সত্ত্বেও এবং এলাকায় জনসংযোগ থাকা সত্ত্বেও কেন তিনি প্রার্থী তালিকায় জায়গা পেলেন না? অন্যদিকে আসানসোলের পুরো নিগমের প্রার্থী তালিকায় জায়গা না পাওয়া নিয়ে মীর হাসিম জানিয়েছেন, এলাকার মানুষ চাইছে, তিনি নির্দল প্রার্থী হয়ে লড়াই করুক। তবে তিনি দলীয় কর্মী সমর্থকদের কথার গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেবেন। মীর হোসেন এর মতই আরেকজন ক্ষুব্ধ তৃণমূল নেতা হলেন আসানসোল পুর নিগমের 98 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর মহম্মদ জাফর আলি। তাঁর ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ায় তিনি ওই ওয়ার্ডে আর দাঁড়াতে পারবেন না।

 

তবে তিনি সুপারিশ করেছিলেন তার স্ত্রীকে প্রার্থী টিকিট দেওয়ার। বৃহস্পতিবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হবার পর দেখা যায়, তাঁর স্ত্রীকেও প্রার্থী তালিকায় জায়গা দেওয়া হয়নি। আসানসোলে এরকম বেশ কয়েকজন বিদায়ী কাউন্সিলর প্রার্থী তালিকায় জায়গা না পাওয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। অবস্থা এতটাই গুরুতর হয়ে উঠেছে যে, পরিস্থিতি সামলাতে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় তড়িঘড়ি প্রার্থী বদলের আবেদন করে চিঠি লিখলেন মলয় ঘটককে।

 

সূত্রের খবর তাঁর চিঠিতে মীর হাসিমকে প্রার্থী করার আবেদন করা হয়েছে। অন্যদিকে এ ধরনের ঘটনাকে তৃণমূল বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ডি শিবদাসন দাসু আশ্বস্ত করেছেন দু একদিনের মধ্যেই এই সমস্যা মিটে যাবে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন তৃণমূল শিবিরে আরো একবার গোষ্ঠীদ্বন্দ্ব মাত্রাছাড়া আকার ধারণ করতে চলেছে প্রার্থী তালিকা ঘিরে। তৃণমূল শীর্ষ নেতৃত্ব কিভাবে পরিস্থিতি সামলায়, সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!