এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরভোটের শুরুতেই গেরুয়া অন্তর্দ্বন্দ প্রকাশ্যে, তীব্র জল্পনা রাজনৈতিক মহলে

পুরভোটের শুরুতেই গেরুয়া অন্তর্দ্বন্দ প্রকাশ্যে, তীব্র জল্পনা রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট পুরভোট নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়ে গিয়েছে রাজ্যজুড়ে। রাজনৈতিক মহলে পুর নির্বাচনের লড়াই এর আবহাওয়া। কার্যত রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়েছে, হাওড়া এবং বালি পুরসভায় আলাদাভাবে 19 শে ডিসেম্বর ভোট করার। আর এই নিয়েই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। কিন্তু যেটা আলোচ্য সেটা হল, হাওড়া এবং বালি পুরসভার ভোট নিয়ে এবার বিজেপির অন্দরে মতানৈক্য দেখা দিল প্রাক্তন এবং বর্তমান রাজ্য বিজেপি সভাপতির।

মতানৈক্য এল প্রকাশ্যে। প্রসঙ্গত, বর্তমান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, যদি রাজ্যের সব পুরসভার ভোট একসঙ্গে না করা হয় তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করা হবে। মামলা ইতিমধ্যে দায়েরও হয়েছে হাইকোর্টে। যদিও প্রাথমিক পর্যায়ে পুরভোটের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে রাজ্য সরকার। তবে বিরোধীদের দাবি, ডিসেম্বর মাসে শুধু কলকাতা এবং হাওড়াতে ভোট করাতে চাইছে রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস দেখছেন গেরুয়া শিবিরের নেতারা। দীর্ঘদিন রাজ্যে ভোট হয়নি। আর তাই শুধুমাত্র কলকাতা এবং হাওড়ার পুরভোট করার কথা কেন ভাবা হচ্ছে? এটাই বিজেপির প্রশ্ন। সুকান্ত মজুমদার এদিন সাংবাদিক বৈঠকে জানান, রাজ্যের সবকটি পুরসভার ভোট একসাথে করাতে হবে। যদি নিরাপত্তার কারণে একসাথে ভোট করানো সম্ভব না হয় তাহলে ভোটের ফলাফল যাতে একদিনে প্রকাশ হয় তিনি সেই দাবি জানান।

অন্যদিকে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, একসাথে হোক কিংবা আলাদা বিজেপি কিন্তু পূর্ণ শক্তি নিয়ে পুরভোটের লড়াইয়ে নামবে। সব মিলিয়ে রাজ্যে যখন পুরভোটের দামামা বেজে গিয়েছে, ঠিক সে সময় গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ায় রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনের ব্যর্থতার পর এবার পুরসভার নির্বাচনে গেরুয়া শিবির ঘুরে দাঁড়াতে পারে কিনা, এখন সেটাই দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!