এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্বাস্থ্যসাথী কার্ড কেউ নিতে না চাইলে, তাঁর বিরুদ্ধে থানায় রিপোর্ট করার নিদান তৃণমূল নেত্রীর

স্বাস্থ্যসাথী কার্ড কেউ নিতে না চাইলে, তাঁর বিরুদ্ধে থানায় রিপোর্ট করার নিদান তৃণমূল নেত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ হুগলির পুরশুড়াতে জনসভা করছেন মুখ্যমন্ত্রী। পুরশুড়ায় মুখ্যমন্ত্রীর সভা শুরু হবার পরেই হঠাৎ করেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এজন্য ভাষণ আরম্ভ করেও বক্তব্য থামিয়ে দিতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। প্রায় ১০ মিনিট বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। সার্ভিস প্রোভাইডারের কাছে ফোন করে তিরস্কার করেছেন মুখ্যমন্ত্রী। আজকের সভা থেকে বিরোধী শিবিরকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাম ও বিজেপি শিবিরকে জগাই মাধাই বলে কটাক্ষ করলেন তিনি। তিনি দাবি করেছেন যে, এ রাজ্যে বামেরাই এনেছে বিজেপিকে। রাজ্য থেকে তিনি বিজেপি উচ্ছেদের হুংকার দিলেন। মুখ্যমন্ত্রী জানালেন গাছ থেকে পড়ে গিয়ে কেউ নেতা হয়না। যারা অন্য দলে যোগ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন, তারা তাড়াতাড়ি চলে যেতে পারেন। বাংলা তাদের চায়না। তৃণমূলও তাদের চায়না। যারা মানুষের জন্য কাজ করেছেন, একমাত্র তাদেরই টিকিট দেবে তৃণমূল।

এ কারণেই অনেকে ভয় পাচ্ছে। এভাবে যারা সম্প্রতি তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়ে দেখেছেন, তাদেরকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কটাক্ষ করে তিনি জানালেন যে, বিজেপি নেতাজিকে অসম্মান করেছে, রবীন্দ্রনাথকে অসম্মান করেছে, অসম্মান করেছে বিরসা মুন্ডাকে। তাঁর মূর্তিতে মালা না দিয়ে, অন্য মূর্তিতে মালা দিয়েছে। তিনি বললেন, “হরে কৃষ্ণ হরে রাম, বিদায় যাও বিজেপি-বাম। কৃষ্ণ কষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে। ”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানালেন এখনো পর্যন্ত দুটি স্কলারশিপ দেওয়া হয়েছে। তফসিলি শ্রেণীভুক্তদের অর্থ দেয়া হচ্ছে। দুয়ারে সরকারে প্রকল্প চালু রয়েছে। আগামী জুন মাস পর্যন্ত বিনামূল্যের রেশনের কথা ঘোষণা করা হয়েছে। যা আগামী দিনেও থাকবে। জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানালেন যে, এরকম সরকার আর পাওয়া যাবে না। বিজেপি সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বোকা বানায়। মুখ্যমন্ত্রীর দাবি করলেন, এই সরকার ক্ষমতায় আছে, আগামী দিনেও থাকবে।

দলের বিক্ষুব্ধদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানালেন যে, চোরগুলো অন্য দলে চলে যাচ্ছে। ওয়াশিং মেশিনে সাদা হয়ে যাচ্ছে। তৃণমূল দলে তাদের আসতে বারণ করলেন তিনি। তিনি জানালেন যে, আর তাদের তৃণমূলে নেওয়া হবে না। অনেকে অনেক টাকা করেছে। তাই বিজেপির কাছে তারা পালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানালেন যে, পুরশুড়াতে সমস্ত ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছেন। আগামী দিনে পরশুড়ার খানাকুলে আর বন্যা হবে না।

বাঁধ তৈরি করা হবে যার কাজ চলছে। আগামী দু-তিন বছরের মধ্যে কাজ শেষ হবে। অনেক কাজ করা হয়ে গেছে। আট বছর সময় পাওয়া গিয়েছিল। আট বছরে অনেক কিছু করা হয়েছে বলে জানালেন তিনি। ১৫ লক্ষ মানুষের জন্য বৃদ্ধাশ্রম, ভাতা করা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড নিতে কেউ আপত্তি করলে, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে বললেন। কার্ড এর পেছনে থাকা নম্বরে অভিযোগ জানাতে বললেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!