এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > কবে শেষ হবে পুরুলিয়ায় বিজেপি কর্মী খুনের তদন্তে? আদালতে জানাল রাজ্য

কবে শেষ হবে পুরুলিয়ায় বিজেপি কর্মী খুনের তদন্তে? আদালতে জানাল রাজ্য

রাজ্যের পঞ্চায়েত ভোটের পরেই গত 29 মে পুরুলিয়ার বলরামপুরের সুপুরডি গ্রাম থেকে বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোকে অপহরনের অভিযোগ ওঠে তৃনমূলের বিরুদ্ধে। আর তারপরই সেই মে মাসেরই 30 তারিখে একটি গাছ থেকে ত্রিলোচন মাহাতোর মৃতদেহ উদ্ধার হলে এই ইস্যুতে তৃনমূলকে চেপে ধরে ময়দানে নামে রাজ্য বিজেপি।

এদিকে বিজেপির অভিযোগ তৃনমলের পক্ষ থেকে অস্বীকার করা হলেও দমেনি গেরুয়া শিবিরের নেতারা। জানা গেছে, এই ঘটনায় সিআইডি সেই সুপুরডি গ্রামের বাসিন্দা পাঞ্জাবি মাহাতোকে গ্রেপ্তার করলেও বিজেপির পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়। এদিকে শুধু দলের পক্ষ থেকে নয়, সিবিআই তদন্ত চেয়ে নিহত বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর বাবা হাড়িরাম মাহাতো হাইকোর্টে একটি মামলাও দায়ের করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

 সূত্রের খবর, বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে গত 27 জুন এব্যাপারে শুনানি হলে হাড়িরাম মাহাতোর আইনজীবি পার্থ সেনগুপ্ত সিআইডি তদন্তের অগ্রগতি জানার ব্যাপারে হাইকোর্টে আবেদন করলে বিচারপতি রাজ্যকে এনিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। শুক্রবার এই ব্যাপারে কোর্টে সিআইডির এক অতিরিক্ত স্পেশাল সুপারের দ্বারা তৈরি একটি রিপোর্ট জমা দেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। সেই সঙ্গে এদিন কোর্টের কাছে সরকারের আইনজীবি বলেন,” রিপোর্ট এখনই প্রকাশ্যে আনা ঠিক হবে না। তাই এ ব্যাপারে আরও আট সপ্তাহ সময় লাগবে।”

এদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কথামত তাঁর মক্কেল তথা নিহত ত্রিলোচন মাহাতোর বাবা হাড়িরাম মাহাতো আট সপ্তাহই অপেক্ষা করবেন বলে হাইকোর্টকে জানান আইনজীবি পার্থ সেনগুপ্ত। তবে এদিন আদালতে হাড়িরাম মাহাতোর নিরাপত্তায় কোনো খামতি নেই এই দাবি সরকারী আইনজীবি করলে তার সম্পূর্ন বিরোধীতা করেন হাড়িরাম মাহাতোর আইনজীবি পার্থ সেনগুপ্ত। আদালত সূত্রের খবর, দুপক্ষের কথা শুনে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আগামী 27 সেপ্টেম্বর। সব মিলিয়ে ত্রিলোচন মাহাতো খুনের রহস্য উন্মোচন হতে এখনও অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!