এখন পড়ছেন
হোম > জাতীয় > পুরুলিয়া কাণ্ডে সর্বোচ্চ আদালতে বড়সড় ধাক্কা গেরুয়া শিবিরের

পুরুলিয়া কাণ্ডে সর্বোচ্চ আদালতে বড়সড় ধাক্কা গেরুয়া শিবিরের

পুরুলিয়ার দলীয় কর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে গেরুয়া শিবির সুপ্রিম কোর্টে  আবেদন করেছিলো । এদিন বিচারপতি এ কে গোয়েল ও বিচারপতি অশোক ভূষণের অবকাশকালীন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিলো। একই সঙ্গে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে বলেছে সুপ্রিম কোর্টের বেঞ্চ। জানা যাচ্ছে আবেদনকারী আইনজীবী গৌরব ভাটিয়া তাঁর আবেদনে জানিয়েছিলেন যেহেতু এই ঘটনা টি গুরুত্বপূর্ণ তাই এটা বিশেষ ভাবে দেখা হোক।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য সম্প্রতি পুরলিয়ার বলরামপুর গ্রামে ১৮ বছর বয়সি বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর দেহ  গাছ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার পরে বিজেপি দলের স্থানীয় নেতা কর্মীরা এই ঘটনা কে খুনের নাম দেয় শুধু তাই নয় তারা দাবি করে বিজেপি করার অপরাধেই তাকে খুন খুন করা হয়েছে বলে। জানা যায় মৃত বিজেপি কর্মীর জামাতে ও বিষয় টি লিখিত অবস্থায় পাওয়া গেছে। একইভাবে দুলাল কুমার নামক জনৈক বিজেপি কর্মীর দেহ ইলেকট্রিক পোলের তারে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাঁকেও খুন করে ইলেকট্রিক পোলের তারে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করে বিজেপি। রাজ্য সরকার এই দুটি ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিলেও সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের স্মরণাপন্ন হয় বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!