এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > ফের পুরুলিয়ায় প্রাণ হারালো বিজেপি নেতা, বোর্ড গঠন নিয়ে সংঘর্ষে গুলিতে মৃত 2

ফের পুরুলিয়ায় প্রাণ হারালো বিজেপি নেতা, বোর্ড গঠন নিয়ে সংঘর্ষে গুলিতে মৃত 2


পুরুলিয়ায় ঘাঘরায় পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে আজ প্রাণ হারালেন নিরঞ্জন গোপ নাম এক বিজেপির নেতা। পুলিশের গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে বোর্ড গঠন নিয়ে বিজেপি -র এক জয়ী সদস্যের কাস্ট সার্টিফিকেট নিয়ে বচসা শুরু হয় পুলিশ ও বিজেপির। বিজেপির দাবি প্রথম থেকেই ঝামেলা করছিলো তৃণমূলের লোকজন। জানা যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলায় জড়িয়ে পরে দুই দল। পরিস্থিতি সামাল দিতে আছে পুলিশ আর এই সময় নাকি বিজেপি -র এক জয়ী সদস্যের কাস্ট সার্টিফিকেট নিয়ে বচসা শুরু হয় পুলিশ ও বিজেপি নেতৃত্বের মধ্যে। বিজেপির অভিযোগ যে পুলিশ ইচ্ছাকৃতভাবে তাদের জয়ী সদস্যের কাস্ট সার্টিফিকেটকে নাকাল প্রমানে ব্যাস্ত ছিল। এই নিয়েই শুরু হয় বচসা। যার ফলে পুলিশ গুলি চালায় আর গুলিতে মৃত্যু হয় নিরঞ্জনবাবুর। জানা যাচ্ছে আরো অনেকে আহত হয়েছেন। এর প্রতিবাদে গোটা পুরুলিয়া বিজেপি কর্মী সমর্থকরা খেপে উঠেছেন বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দামোদর মন্ডল বলেও আরো এক বিজেপি কর্মী মারা গেছেন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই নিয়ে বিদ্যাসাগরবাবু জানান যে এটা খব লজ্জাজনক ঘটনা। একটা সরকার কি করে এত নিচে নামতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!