এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়ায় বিজেপি কর্মী হত্যায় আন্দোলন আরো জোরদার করতে অবশেষে সেখানে দিলীপ ঘোষ

পুরুলিয়ায় বিজেপি কর্মী হত্যায় আন্দোলন আরো জোরদার করতে অবশেষে সেখানে দিলীপ ঘোষ


শুক্রবার  দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের একটি দলীয় জনসভা থেকে  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন দলের দুই কর্মী খুনের ঘটনার পরে তিনি পুরুলিয়া যাচ্ছেন। একই সাথে তিনি কার্যত হুঁশিয়ারী দিয়েই জানালেন কারোর ক্ষমতা থাকলে তাঁর যাত্রা আটকে দেখাক। উল্লেখ্য চলতি মাসের শেষেই রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দলের একাংশের দাবি অনুসারে তিনি সফর কালে পুরুলিয়া যাবেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পুরুলিয়ায় দুই কর্মীর খুনের ঘটনার পর থেকেই সেখানে বিজেপির আন্দোলন চলছে। বনধ হয়েছে। এদিন এত কিছুর মধ্যেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে কসুর করেননি রাজ্য বিজেপির সভাপতি । মুখ্যমন্ত্রীর জেলায় জেলা প্রশাসনিক সভাকে ‘নাটকের পাঠশালা’ বলে বিদ্রুপ করে দিলীপ ঘোষ বললেন,  ”রাজ্যে প্রশাসন বলে কিছুই নেই। প্রশাসন থাকলে রাজ্যে এত খুন ও মারধরের ঘটনা ঘটত না। জেলায় জেলায় গিয়ে তাঁবু খাটিয়ে প্রশাসনিক সভার নামে নাটুকে পাঠশালা করছেন আর বিরিয়ানি খাওয়া হচ্ছে।” রাজ্য পুলিশের অধিকর্তাদের বদলির প্রস্নগে তিনি বললেন, ”পঞ্চায়েত ভোটের ফলাফল তৃণমূলের কাছে একটা ধাক্কা মাত্র। একটা ছোট্ট ধাক্কাতেই বহু জেলার ডিএম এসপি ও সভাপতি এমনকী মন্ত্রীদেরও দফতর পালটে গেল। ২০১৯-এ অর্ধেক বাংলা পালটে যাবে। ২০২১-এ পুরো রাজ্য সরকারই পালটে যাবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!