পুরুলিয়ায় তিনগুন টিকিট প্রত্যাশী, টিকিট না পেয়ে বড়সড় ভাঙ্গনের আশঙ্কা শাসকদলেই রাজ্য April 4, 2018 রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে পুরুলিয়া জেলা পরিষদে তৃণমূলের প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করে ১২৯ দলীয় কর্মী তাঁদের বায়োডাটা জমা করলেন। উল্লেখ্য পুরুলিয়া জেলা পরিষদের আসন সংখ্যা ৩৮ টি। ১২৯ জন সদস্যের মধ্যে থেকে কারা মনোনয়ন পাবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিতে নাজেহাল জেলা তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার রাতে পুরুলিয়ার জেলা সভাপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী শান্তিরাম মাহাতো বললেন, “বুধবার সকালে আমি কলকাতা যাব। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এই বিষয়টি রাজ্য নেতৃত্বই দেখবে।” দলের সহ-সভাপতি রথীন্দ্রনাথ মাহাতো বললেন, “প্রায় দু’সপ্তাহ ধরে বায়োডাটা সংগ্রহ করা হয়েছে।এবার তা বাছাইয়ের কাজ না করলে প্রার্থী ঘোষণা করতে দেরি হয়ে যাবে।তাই ওই বায়োডাটা ফাইল বন্দি করে জেলা সভাপতি বুধবার সকালেই কলকাতা যাবেন।” আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনয়ন পেতে ইচ্ছুক ১২৯ জন মানুষ শুধুমাত্র নেতা কর্মীই নয়, শিল্প সংস্কৃতি শিক্ষা সহ নানা পেশার মানুষজন আছেন। দলীয় সূত্রে জানা গেছে দলের জেলা পরিষদের যারা সদস্য রয়েছেন তাদের অধিকাংশকেই দল মনোনয়নপত্র দেবে। তবে যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে তাদের নাম জেলাপরিষদের চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকার সম্ভবনা নেই বলেই বলা হয়েছে। পরিবর্তে যাদের দলে স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এমন কিছু একেবারে নতুন মুখ তাদেরকেই জেলাপরিষদের প্রার্থী তালিকায় রাখা হবে বলে খবর। এদিকে গত সোমবার জেলার বিজেপি শিবির প্রথম দফায় ২৬টি জেলা পরিষদ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন। আর এছাড়া দলের মধ্যে আশঙ্কা করা হচ্ছে যে যা পরিস্থিতি তাতে যাকেই প্রার্থী করা না হবে সেই দল ছেড়ে অন্য দলে নাম লেখাবে। শুধু তো সেই যাবে না সাথে যাবে তাদের অনুগামীরা। ফলে যা সিদ্ধান্ত নেওয়া হবে তাতেই বিপদ বাড়বে বই কমবে না। আপনার মতামত জানান -