এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > একনজরে চিনে নিন পুরুলিয়ায় শাসকদলের ঘুম উড়িয়ে গেরুয়া ঝড়ের মহানায়ককে

একনজরে চিনে নিন পুরুলিয়ায় শাসকদলের ঘুম উড়িয়ে গেরুয়া ঝড়ের মহানায়ককে


এবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সমানে আসতেই দেখা গেছে রাজ্য জুড়ে শুধুই ঘাসফুল ঝড়। কিন্তু তার মাঝেও বেশ কিছু জেলায় গেরুয়া শিবির বুঝিয়ে দিয়েছে নিজেদের অস্তিত্ত্ব। যদিও শাসক শিবিরের দাবি সেই সব জেলায় বাইরের রাজ্য থেকে লোক ঢুকিয়ে ও টাকা ছড়িয়ে ভালো ফল করেছে বিজেপি। কিন্তু বিজেপি শিবিরের পাল্টা দাবি, শাসকদলের ‘রাস্তায় দাঁড়ানো উন্নয়নকে’ এই সব জেলায় কিছুটা প্রতিরোধ করা গিয়েছিল, ফলে মানুষ নিজের ভোট নিজে দিতে পারায় এই সাফল্য। কারণ যাই হোক, এইবারের পঞ্চায়েত নির্বাচনে অন্যতম নজরকাড়া জেলার নাম পুরুলিয়া।

প্রথমত এই জেলায় শাসকদলের তরফে সাংগঠনিক দায়িত্ত্বে ছিলেন দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাঁকে আবার দলের ভবিষ্যৎ প্রজন্ম বা উত্তরসূরি বলা হচ্ছে। তার উপরে এই জেলাতে তিনি যথেষ্ট সময়ও দিয়েছিলেন, নিজে গিয়ে সভায় করে এসেছেন বেশ কিছু – তারপরেও গেরুয়া শিবিরের উত্থান বেশ চোখ কুঁচকে দিয়েছে অনেকেরই। তার থেকেও বড় কথা এখানে হেরে গেছেন স্বয়ং সভাধিপতি সৃষ্টিধর মাহাতো। আর তাঁকে ৯ হাজারেরও বেশি ভোটে হারিয়ে রীতিমত হইচই ফেলে দিয়েছেন গেরুয়া শিবিরের ‘জায়ান্ট-কিলার’ হিসাবে সমাদৃত গোপীনাথ গোস্বামী। বিজেপির মাস্টারস্ট্রোক ছিল এবার গোপীনাথবাবুকে সৃষ্টিধরবাবুর বিরুদ্ধে দাঁড় করানো। কেননা গোপীনাথবাবু অত্যন্ত সৎ ভাবমূর্তির, সঙ্গে তিনি ‘গোঁসাই’ বা ‘গুরু’ হওয়ায় ওই অঞ্চলে তাঁর প্রচুর অনুরাগী, আর তার উপরে ‘মাটি কামড়ে’ পরে থেকেছেন পুরো সময়টা। এমনিতেই স্বজন-পোষন থেকে দুর্নীতি – শাসকদলের উপর তীব্র ক্ষোভ ছিলই, তার উপরে গোপীনাথবাবুর মত সৎ ও পরিশ্রমী মুখকে বিজেপি প্রার্থী করতেই আর দাঁড়াতে পারলো না শাসকদলের সংগঠন – সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভোটে বাজিমাত করে দেখালেন গোপীনাথবাবু। আর তাই সবমিলিয়ে শাসকদলের হেভিওয়েট প্রার্থী তথা সভাধিপতি সৃষ্টিধর মাহাতোকে হারিয়ে গোপীনাথ গোস্বামী এখন পুরুলিয়া বিজেপির নতুন ‘মহানায়ক’।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!