পুরুলিয়ায় ধৃত নেতাদের হল না পুলিশি হেফাজত, খুশির হাওয়া গেরুয়া শিবিরে বিশেষ খবর রাজ্য June 17, 2018 পুরুলিয়ায় ঘাসফুলের দাপট উড়িয়ে গেরুয়া ঝড়ের দুই প্রধান কারিগর পুরুলিয়ার বজরঙ্গ দলের সংযোজক সুরজ শর্মা এবং সহ-সংযোজক গৌরব সিং এবং তাঁদের অনুগামী বলে পরিচিত অভিমন্যু কুমার, বিশ্বনাথ মাহাতো, মঙ্গল নন্দী, জটলা ওঁরাও একের পর এক মামলায় পুলিশের জালে। প্রথমে রামনবমীতে অস্ত্র মিছিল করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে গ্রেপ্তার করে দীর্ঘদিন ধরে পুলিশি হেফাজতে রাখা হয়। সেই মামলায় সম্প্রতি মুর্শিদাবাদের লালবাগ কোর্ট থেকে জামিন মিলতেই আবার তাঁদের দুদিন আগে গ্রেপ্তার করে পূর্ব-বর্ধমানের মঙ্গলকোট থানার পুলিশ। প্রথম দিনের শুনানিতে সুরজ শর্মা, গৌরব সিং ও তাঁদের অনুগামীদের একদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়ে গতকাল আবার আদালতে পেশ করার নির্দেশ দেয় কাটোয়া আদালত। গতকালের শুনানিতে পুলিশ আবার তাঁদের ৭ দিনের জন্য পুলিশি হেফাজতের দাবি করে, কিন্তু আদালত সেই দাবি উড়িয়ে দিয়ে কোর্ট লকাপের নির্দেশ দেয় এবং আগামী ১৯ তারিখ পুনরায় আদালতে পেশের কথা জানায়। স্বাভাবিকভাবেই আদালতের এই রায়ে খুশির হাওয়া গেরুয়া শিবিরে, কেননা তাঁদের দাবি পুলিশ ইচ্ছাকৃত ভাবে একের পর এক মিথ্যা মামলায় সুরজ শর্মা, গৌরব সিং ও তাঁদের অনুগামীদের হেনস্থা করার চেষ্টা করছে এবং আদালতের কাছে সেই ব্যাপারটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। অন্যদিকে গেরুয়া শিবিরের আইনজীবী জয়ন্ত দে, সুবল সাহা ও দেবাঞ্জন মজুমদারের পর্যবেক্ষন, আদালতের গতকালের রায়ের ফলে আগামী ১৯ তারিখের শুনানিতেই সুরজ শর্মাদের জামিন পেয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আপনার মতামত জানান -