এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > শক্তি হারাচ্ছে গেরুয়া শিবির, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ বহুর!জঙ্গলমহলে ক্রমশ ফিকে হচ্ছে গেরুয়া শিবির!

শক্তি হারাচ্ছে গেরুয়া শিবির, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ বহুর!জঙ্গলমহলে ক্রমশ ফিকে হচ্ছে গেরুয়া শিবির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২১ শে জুলাই তৃণমূল দলের শহীদ দিবসের ভার্চুয়াল মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে অন্যদলে চলে যাওয়া তৃণমূলীদের পুনরায় তৃণমূল দলে প্রত্যাবর্তনের আবেদন জানিয়েছিলেন, আবার সেই সঙ্গে অন্যান্য দলের কর্মী- সদস্যদেরও তৃণমূলে যোগদানের বিশেষ বার্তা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর এই বিশেষ বার্তা দানের পর থেকে তৃণমূল দলের সদস্য সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে দলের সংগঠনগত পরিবর্তনের বিষয়ে বিশেষ পদক্ষেপ নিতে দেখা যায় দলের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোরকে। এর পর থেকেই অন্যান্য বিরোধী দল, বিশেষত বিজেপি থেকে বহু কর্মী-সদস্য যোগদান করছেন তৃণমূলে। রাজ্যের নানা স্থানে চলছে বিজেপি ও অন্যান্য বিরোধী দল ছেড়ে তৃণমূলে আসার একমুখী স্রোত। গতকাল এমন ঘটনা ঘটতে দেখা গেল পুরুলিয়া জেলায়।

গতকাল সোমবার পুরুলিয়া জেলার নিতুড়িয়া ব্লকের পুয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সড়বড়ি অঞ্চলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অসংখ্য পরিবার। গতকাল সোমবার দলবদলের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথপুরের তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি, নিতুরিয়া ব্লক তৃণমূল সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব সেইসঙ্গে মিনু বাউরি, সুষেন মাজি, হরেরাম সিং, নির্মল রাউত, সরিতা তুরি প্রমুখরা, আবার নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী টুডু সরেন, সুভাষ বাউরি, অমর মাজি ও দলের অন্যান্য সদস্যেরাও উপস্থিত ছিলেন এই বৈঠকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত নিতুরিয়া ব্লকের সরবড়ি অঞ্চলে মোট ১০ টি বুথ আছে, যার মধ্যের ৭টি বুথ থেকে মোট ৬৮টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। একসঙ্গে অসংখ্য বিজেপি সদস্য তৃণমূল দলে যোগদান করায় কার্যত উৎসবের মেজাজে ছিল সরবড়ি তৃণমূল দলীয় কার্যালয়। বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে আসা নবাগত তৃণমূলীদের হাতে গতকাল তৃণমূল দলের পতাকা তুলে দিলেন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি ও নিতুরিয়া ব্লক তৃণমূল সভাপতি শান্তিভূষণপ্রসাদ যাদব।

গতকালের এই সভায় আগামী বিধানসভা নির্বাচনে সকল তৃণমূলকর্মী কিভাবে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে লড়াই করবেন সে বিষয়ে চললো আলোচনা। এতোজন বিজেপি কর্মীর একসঙ্গে তৃণমূলে যোগদান প্রসঙ্গে নিতুরিয়া ব্লক তৃণমূল সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব বললেন, ” মা মাটি মানুষের সরকার গ্রামে গঞ্জে যেভাবে উন্নয়ন করেছেন তা দেখে দিদির আদর্শে অনুপ্রাণিত হয়ে সারা রাজ্যে একটা ঝড় উঠেছে। যারা ভুল বুঝে অন্য দলে গিয়েছিল তারা সবাই আবার স্বেচ্ছায় তৃণমূলে ফিরে আসছেন।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!