এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “পুরুলিয়ার জঙ্গলমহলে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ, লক্ষ লক্ষ কর্মসংস্থান” – জঙ্গলমহল পুনরুদ্ধারে একেবারে কল্পতরু মমতা

“পুরুলিয়ার জঙ্গলমহলে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ, লক্ষ লক্ষ কর্মসংস্থান” – জঙ্গলমহল পুনরুদ্ধারে একেবারে কল্পতরু মমতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে একেবারে উপরে যায় ঘাসফুল,পরিবর্তে শুরু হয় পদ্মের সমারোহ। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে জঙ্গলমহল পুনরুদ্ধারে বিশেষ নজর রয়েছে রাজ্যের শাসকদলের। আজ পুরুলিয়ার একাধারে তিনটি জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পুরুলিয়ার পারাতে জনসভায় যোগ দান করেছেন তিনি। এরপর তিনি জনসভা করবেন কাশীপুরে ও রঘুনাথপুরে। সম্প্রতি পারার জনসভা থেকে জঙ্গলমহলবাসীর মন পেতে একাধিক উল্লেখযোগ্য প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পারার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে, পুরুলিয়ার জঙ্গল মহলে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীকে দেয়া হবে কর্মসংস্থান। রঘুনাথপুরে শিল্পে বিনিয়োগ করা হবে। পারা, রঘুনাথপুরে শিল্পনগরীতে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। লক্ষ লক্ষ ছেলে মেয়ের মিলবে কর্মসংস্থান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানান, পারা রঘুনাথপুরে দীর্ঘ সময় ধরে জলের সমস্যা রয়েছে। এই সমস্যা দূর করতে সেখানে তিনটি জল প্রকল্প আনা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ৩৩ হাজার টিউবওয়েল বসানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, তৃণমূল সরকার ক্ষমতায় আসার সময় মাত্র ১৯ শতাংশ মানুষ এখানে জল পেতেন। কিন্তু এখন এখানে ১৯ টি জলপ্রকল্প রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার জাপান সরকার এক সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে জাইকাল জলপ্রকল্প চালু করেছে। তবে জাপান কাজে বিলম্ব ঘটাচ্ছে।

মুখ্যমন্ত্রী জানালেন, নেতুড়িয়া, অযোধ্যায় ৩০০০ স্থানীয় মানুষকে পানীয় জলের ব্যবস্থা করে দেয়া হবে। পুরুলিয়ায় ৫০ শতাংশ মানুষের কাছে পৌঁছে যাবে পানীয় জল। একদিকে যেমন গড়ে তোলা হবে শিল্পনগরী, অন্যদিকে তেমনি মিলবে কর্মসংস্থান। মুখ্যমন্ত্রী জানালেন, পুরুলিয়ার বহু জমি শুকনো, যে জমিতে চাষবাস খুব একটা হয় না। জল নেই, সেচ হয় না। সে কারণে ২৫ হাজার হেক্টর জমি বিক্রি করে দেয়া হয়েছে।

এই জমিগুলোতে কোনদিন চাষ হতো না, এই জমিগুলোতে ৫৮ হাজার কোটি টাকা খরচ করে জলস্বপ্ন প্রকল্প এনেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানালেন, আগে পুরুলিয়ায় এলে তিনি দেখতে পেতেন যে, সেখানকার মা-বোনেদের মুখ শুকিয়ে আছে। মাওবাদীদের ভয় আছে সবার মধ্যে। কিন্তু সম্প্রতি পুরুলিয়াতে মাঝি বাগদি, বাউরিরা সকলেই শান্তিতে আছে, শান্তিতে আছে মাহাত, মাহেশ ও লেঠরা।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!