এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুরুলিয়ার সভা থেকে চরম হুঁশিয়ারি মমতার, পাশাপাশি তীব্র কটাক্ষ গেরুয়া শিবিরকে

পুরুলিয়ার সভা থেকে চরম হুঁশিয়ারি মমতার, পাশাপাশি তীব্র কটাক্ষ গেরুয়া শিবিরকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের সূত্রপাত আর কিছুদিনের মধ্যেই রাজ্য জুড়ে চলছে শাসক-বিরোধী উভয়ের জোরদার প্রচার। ঠিক এই সময় কিছুটা তাল কাটে শাসকদল তৃণমূলের। কারণ গত 10 তারিখে নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়ার পর জনসংযোগ করতে গিয়ে পায়ে চোট পান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর আবারও লড়াইয়ের ময়দানে ফিরে এসেছেন তিনি চোট পাওয়া পা নিয়েই। গতকালই তিনি কলকাতায় মেয়ো রোড থেকে হাজরা পর্যন্ত একটি মিছিলে অংশগ্রহণ করেন হুইলচেয়ারে। আর এদিন তিনি পায়ে চোট পাওয়ার পর প্রথম জনসভায় উপস্থিত হলেন পুরুলিয়ায়।

সেখানে বলরামপুরে তিনি তৃণমূলের সভা করেন। আর এই সভা থেকেই বড়োসড়ো হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী গেরুয়া শিবিরকে। পাশাপাশি আজকে ঝাড়গ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা বাতিল নিয়ে তীব্র কটাক্ষ করেন নেত্রী। প্রসঙ্গত, এদিন সকালে ঝাড়গ্রামে অমিত শাহের সভা হবার কথা ছিল। কিন্তু বিজেপির তরফ থেকে বলা হয়, হেলিকপ্টারে যান্ত্রিক ক্রটি থাকার কারণে ঝাড়গ্রাম পৌঁছাতে পারেননি অমিত শাহ। যদিও অমিত শাহ ভার্চুয়ালি বক্তব্য রাখেন বলে দাবি গেরুয়া শিবিরের। কিন্ত কানাঘুষো শোনা যাচ্ছে অন্য কথা। জল্পনায় উঠে এসেছে ঝাড়গ্রামের সভায় ভিড় না থাকার কারণে সভা বাতিল করেছেন অমিত শাহ।

ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক সমালোচনা। অন্যদিকে তৃণমূল নেত্রী এদিন সভা থেকে ভিড় না হওয়ার দিকে ইঙ্গিত করে বলেন, লোকের অভাবে ঝাড়গ্রামের সভা বাতিল করে দিতে হয়েছে বিজেপিকে। সেক্ষেত্রে তাঁকে বললে তিনি বেশ কিছু লোক পাঠিয়ে দিতে পারতেন। উল্লেখ্য ইতিমধ্যেই তৃণমূল থেকে প্রচুর নেতা-নেত্রী গিয়ে ভিড় জমিয়েছেন গেরুয়া শিবিরে। এবং তাঁদের মধ্যে অনেকেই বিধানসভা নির্বাচনের টিকিট পেয়েছেন। যা নিয়ে গেরুয়া শিবিরে চলছে বড়সড় ঝামেলা। অন্যদিকে ভাঙা পা নিয়ে তৃণমূল নেত্রী দিয়েছিলেন বার্তা ভাঙা পা নিয়ে খেলা হবে বলে। এদিনও পুরুলিয়ার জনসভায় সেরকম ইঙ্গিত দিলেন হুইল চেয়ারে বসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে তৃণমূল সুপ্রীমোর উপর দুর্ঘটনা না ইচ্ছাকৃত হামলা- এই নিয়ে রাজ্য রাজনীতি ইতিমধ্যেই সরগরম। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজপকেও পুরুলিয়ার সভা থেকে দাবী করলেন, তাঁর প্রচারে বাধা দিতেই হামলা চালানো হয়েছিল। তবে কে বা কারা হামলা করেছে, তা নিয়ে অবশ্য তৃণমূল নেত্রীর মুখে কিছু শোনা যায়নি। একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট পাওয়া যে বড় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলারা রাজনীতিতে ইতিমধ্যেই, তা নিয়ে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের।

আর তারই মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক হুঁশিয়ারি দিলেন, তাতে পরিষ্কার কোনোভাবেই তিনি থেমে থাকবেন না। সময় যত যাচ্ছে, ততই একুশের মসনদ কে দখল করবে তা নিয়ে তৃণমূল এবং বিজেপির মরিয়া লড়াই চলছে। এই অবস্থায় তৃণমূল নেত্রীর পায়ের চোট তাঁকে কি পিছিয়ে দেবে নাকি অতিরিক্ত কোন সুবিধা এনে দেবে একুশের বিধানসভা নির্বাচনের ময়দানে তাই নিয়ে চলছে রাজনৈতিক কারবারীদের কাঁটাছেঁড়া। তবে মনে করা হচ্ছে,  লাখ টাকার এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে 2 রা মে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!