এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কোয়ারেন্টাইন সেন্টার দেখতে গিয়ে পরিযায়ীদের নিয়ে কটাক্ষ তৃনমূল সাংসদের! শুরু জোর বিতর্ক!

কোয়ারেন্টাইন সেন্টার দেখতে গিয়ে পরিযায়ীদের নিয়ে কটাক্ষ তৃনমূল সাংসদের! শুরু জোর বিতর্ক!


পরিযায়ী শ্রমিকদের নিয়ে এমনিতেই তীব্র সোরগোল চলছে রাজ্যে। হঠাৎ করেই লকডাউন হওয়ায় পরিযায়ী শ্রমিকদের ফিরে আসতে তীব্র সমস্যা শুরু হয়। শুরু হয় রাজ্য বনাম কেন্দ্রের দ্বন্দ্ব। এত শ্রমিক একেবারে ফিরে আসায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শ্রমিকদের ফেরাতে সদিচ্ছা নেই বলে অভিযোগ করতে শুরু করে বিজেপি। যা নিয়ে কিছুটা হলেও চাপে পড়ে রাজ্য সরকার।

আর এবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সূত্রের খবর, শনিবার বীরভূমের কোয়েরান্টাইন সেন্টার পরিদর্শন করতে যান এই তৃণমূল সাংসদ। আর সেখানেই এই সেন্টারের অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে বিস্ফোরক মন্তব্য করে বসেন শতাব্দী রায়। তিনি বলেন, “হাজার হাজার মানুষকে তো একসাথে রাখা সম্ভব নয়। সবার ক্ষোভ মেটানোও সম্ভব নয়। ডিম দিলে বলবে মাছ হয়নি, মাছ দিলে বলবে, মাংস হয়নি। কোয়ারেন্টাইন সেন্টারে এসে সবাই যদি জামাই আদর খোঁজে, তাহলে কি করে হবে!”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর শাসকদলের সাংসদ হয়ে শতাব্দী রায়ের এই মন্তব্য এখন তীব্র বিতর্ক তৈরি করেছে রাজ্য রাজনীতিতে। কোয়েন্টাইন সেন্টারে থাকা নিয়ে কেন এই ধরনের মন্তব্য করা হবে! এতে কি সেই শ্রমিকদেরই অপমান করা হল না! এখন সেই প্রশ্নই তুলতে শুরু করেছে বিরোধীরা।

এদিন এই প্রসঙ্গে শতাব্দী রায়ের বিরোধিতা করে বীরভূম জেলা বিজেপির সভাপতি শ্যামাপ্রসাদ মন্ডল বলেন, “কোয়ারেন্টাইনে কেউ বিলাসবহুল জীবন চায় না। রাজ্যে ফেরত আসা শ্রমিকরা কেমন বিপদে পড়েছে, সেটা কি জানেন তৃনমূল সাংসদ? আলো, পাখাহীন ঘরে শ্রমিকদের রাখা হয়েছে।

তারপরও সাংসদ বলছেন, ওরা জামাই আদর খুঁজছে। শতাব্দী রায় বীরভূমের মানুষকে অপমান করেছেন। এর জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে।” বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই এই ইস্যুতে বিরোধীদের বক্তব্যে চাপে রাজ্য সরকার। দলীয় নেতাদের এই সময় বিরোধীদের বক্তব্য খন্ডন করে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যেভাবে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন শতাব্দী রায়, তাতে তৃণমূল চরম অস্বস্তিতে পড়বে বলেই মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!