এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্য মন্ত্রিসভায় রদবদল! কে পেতে চলেছেন কোন দপ্তর? জেনে নিন!

রাজ্য মন্ত্রিসভায় রদবদল! কে পেতে চলেছেন কোন দপ্তর? জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি বেশ কিছুদিন ধরে রাজ্য মন্ত্রিসভায় একাধিক রদবদল করা হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। আর সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুত সেই জল্পনায় সীলমোহর পড়তে চলেছে। এক্ষেত্রে বেশকিছু নাম সামনে আসতে শুরু করেছে। বলা বাহুল্য, সম্প্রতি প্রয়াত হয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সেক্ষেত্রে তার দপ্তর কার হাতে যাবে, তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। পাশাপাশি সদ্য সমাপ্ত বিধানসভা উপনির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে রেকর্ড ভোটে জয়লাভ করেছেন উদয়ন গুহ। সেদিক থেকে উত্তরবঙ্গের মানুষের মন পেতে তাকেও বড়সড় দায়িত্ব দেওয়া হতে পারে বলে গুঞ্জন তৈরি হয়েছে।

 

সূত্রের খবর, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় যে পঞ্চায়েত দপ্তর সামলাচ্ছিলেন, সেই দপ্তর দেওয়া হতে পারে মানস ভূঁইয়াকে। অন্যদিকে এবারের 2021 সালের বিধানসভা নির্বাচনে লড়াই করেননি রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। শারীরিক অসুস্থতার কারণে তিনি আর ভোটে দাঁড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাই এই পরিস্থিতিতে তার দপ্তর নিজের হাতে রাখতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সম্প্রতি কোচবিহার দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের রেকর্ড ভোটে জয়লাভ করেছেন উদয়ন গুহ। তাকে পুরস্কার হিসেবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্বে বসানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

অন্যদিকে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ রাজ্যের আর এক মন্ত্রী সাধন পান্ডে। তাই সেই জায়গায় অন্য কাউকে বসানো হতে পারে। এছাড়াও আরও বেশ কিছু নাম সামনে আসতে শুরু করেছে। যার মধ্যে অন্যতম জ্যোতিপ্রিয় মল্লিক। তাকেও অপেক্ষাকৃত বড় দায়িত্বে বসানো হতে পারে বলে মনে করছেন একাংশ। যদিও বা সবটাই জল্পনার পর্যায়ে রয়েছে। শেষ পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মন্ত্রিসভায় যে কিছুটা হলেও রদবদল হচ্ছে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। তবে শেষ পর্যন্ত কাদের ভাগ্যে শিকে ছেঁড়ে, কারা জায়গা পান রাজ্য মন্ত্রিসভায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!