এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যে পেট্রোলের থেকেও মূল্যবান মদ? মমতার বিড়ম্বনা বাড়ালেন শুভেন্দু!

রাজ্যে পেট্রোলের থেকেও মূল্যবান মদ? মমতার বিড়ম্বনা বাড়ালেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মঙ্গলবার থেকেই রাজ্যে মদের দাম কমতে শুরু করেছে। কিন্তু সাধারন মানুষ যে ঘটনায় হাঁপিয়ে উঠেছেন, সেই পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি কমানোর ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিচ্ছে না রাজ্য সরকার। বিজেপির পক্ষ থেকে প্রথম থেকেই দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার তাদের কর প্রত্যাহার করেছে। তাহলে কেন রাজ্য সরকার তাদের কর প্রত্যাহার করছে না! আর এই পরিস্থিতিতে মদের দাম রাজ্যে কমে যাওয়ার পরেই গোটা বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মদের দাম কমানো হলেও পেট্রোল-ডিজেলের দাম কমানো হচ্ছে না বলে দাবি করলেন তিনি। যাকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে বুধবার রাজ্য বিধানসভায়।

 

সূত্রের খবর, বুধবার রাজ্য বিধানসভায় ওয়াকআউট করে বিজেপি। আর তারপরেই বাইরে বেরিয়ে এসে মদের দাম কমলেও কেন পেট্রোল এবং ডিজেলের দাম কমানো হচ্ছে না, সেই ব্যাপারে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, “রাজ্যে মদের দাম কমানো হলেও পেট্রোল-ডিজেলের দাম কমানো হয়নি। মদের দাম কমিয়ে নতুন নতুন ফ্লেভারের মদ এষে সমগ্র যুব সমাজকে বিপথে পরিচালিত করা হচ্ছে। রাজ্য সরকার মদের দাম 30 শতাংশ কমিয়েছে। মদ খেলে ক্ষতিগ্রস্ত হয় বাড়ির মা-বোনেরা। আজ বিধানসভায় এক্সাইজ মিনিস্টার যথোপযুক্ত উত্তর দিতে পারেননি। কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলের দাম কমানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দেউলিয়া সরকার মদের দাম কমালেও পেট্রোল-ডিজেলের দাম কমাচ্ছে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, একদম সঠিক কথা বলেছেন শুভেন্দু অধিকারী। যেটাতে মানুষের নাভিশ্বাস উঠছে, সেই পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি কমানোর দিকে কোনো হুশ নেই রাজ্য সরকারের। কিন্তু মানুষকে প্রতিমুহূর্তে সর্বনাশের মুখে ফেলে দেওয়া মদের দাম কমিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করার চক্রান্ত করছে রাজ্য। স্বভাবতই শুভেন্দু অধিকারীর এদিনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য যে ব্যাপক চাপে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!