এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “রবী ঠাকুরও কি অপরাধী!” নিজের ফেসবুকে পোস্ট করে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ!

“রবী ঠাকুরও কি অপরাধী!” নিজের ফেসবুকে পোস্ট করে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বরাবরই বিতর্কের দিক থেকে খবরের শিরোনামে থাকেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিছুদিন আগেই রাম এবং দুর্গা নিয়ে তার একটি মন্তব্য রীতিমত ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। যে ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের পক্ষ থেকে দিলীপ ঘোষ এবং বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করা হয়।

আর এই পরিস্থিতিতে নির্বাচনের আগে ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে লিখে কবিগুরুও কি তৃণমূলের আমলে অপরাধী? এই প্রশ্ন ছুড়ে দিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। যে ঘটনায় কার্যত অস্বস্তি তৈরি হয়েছে ঘাসফুল শিবিরের অন্দরে। কিন্তু হঠাৎ করে কেন এই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি? এর পেছনে কি যুক্তি দিয়েছেন তিনি?

প্রসঙ্গত, কিছুদিন আগেই দুর্গার থেকে রাম শ্রেষ্ঠ বলে মন্তব্য করতে দেখা গেছে দিলীপ ঘোষকে। যার পরেই তৃণমূলের পক্ষ থেকে তোলা হয়েছে প্রশ্ন। আর এই পরিস্থিতিতে এদিন রবী ঠাকুরের কথা বলে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন দিলীপ ঘোষ। যেখানে তিনি লেখেন, “রামকে যাহারা যুদ্ধক্ষেত্র, কর্মক্ষেত্র, দেবতার আদর্শ গ্রহণ করিয়াছে, তাহাদের পৌরুষ, কর্তব্যনিষ্ঠা এবং ধর্ম প্রচারের আদর্শ আমাদের অপেক্ষা উচ্চতর জয় শ্রীরাম বলা অপরাধ? এমন রাজ্যে কি কবিগুরু খুশি হতেন? রবীন্দ্রনাথ ঠাকুরও কি তৃণমূলের আমলে অপরাধী?”

অর্থাৎ নিজের অবস্থানে অনড় থেকে বিজেপির রাজ্য সভাপতি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, রামের নামে কথা বলা কোনো অপরাধ নয়। এক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে যে প্রশ্ন তোলা হয়েছে, তাতে কবিগুরু রামের কথা বললে তিনিও কি অপরাধী হয়ে যেতেন, এই প্রশ্ন তুলে পাল্টা তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, বর্তমানে রামের নাম নিয়ে কার্যত তরজা চরম আকার ধারণ করেছে তৃনমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। আগামী দিনে ধর্ম এবং মেরুকরণের ভিত্তিতেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হওয়ার আশঙ্কা করছেন একাংশ। আর এই পরিস্থিতিতে রাম এবং দুর্গার সঙ্গে তুলনা করে রামকে শ্রেষ্ঠ আসনে বসানোর পরই তৃণমূলের পক্ষ থেকে কার্যত চাপে ফেলে দেওয়া হয় বিজেপি এবং দিলীপ ঘোষকে।

তবে সেই চাপটি মুহূর্তের মধ্যে হালকা করে নিয়ে পাল্টা তৃণমূলের দিকেই প্রশ্ন ছুড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। যেখানে সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে সংস্কৃতির ধারক ও বাহক বলে পরিচিত তৃণমূল কংগ্রেসকে কার্যত এমন এক প্রশ্নবানে জর্জরিত করলেন দিলীপ ঘোষ, যা ঘাসফুল শিবিরকে খুব একটা স্বস্তি দেবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!