এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “রবীন্দ্রনাথবাবুও কি ক্ষমা চাইবেন টাটাকে সিঙ্গুর ছাড়া করার জন্য?” – প্রশ্ন দাপুটে তৃণমূল নেতার

“রবীন্দ্রনাথবাবুও কি ক্ষমা চাইবেন টাটাকে সিঙ্গুর ছাড়া করার জন্য?” – প্রশ্ন দাপুটে তৃণমূল নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বড়োসর ভাঙ্গন দেখা দেয় রাজ্যের শাসক দল তৃণমূলে। তৃণমূলের একাধিক বিধায়ক যোগদান করেন বিজেপিতে। এই বিধায়কদের মধ্যে অন্যতম হলেন সিঙ্গুরের বিদায়ী তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তাঁর বিজেপিতে যোগদানের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায় শাসক শিবিরে। এ প্রসঙ্গে সিঙ্গুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সেইসঙ্গে সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ দুধকুমার ধাড়া প্রশ্ন করেছেন যে, বিজেপিতে যোগদানের পর মুকুল রায়ের মতো রবীন্দ্রনাথ বাবুও কি ক্ষমা চাইবেন যে, টাটাকে সিঙ্গুর ছাড়া করবার জন্য?

গতকাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে নানাভাবে সমালোচনা করলেন শাসক দলের নেতা-কর্মীরা। কেউ তাঁকে মীরজাফর বলে সমালোচনা করলেন, কেউ বা বললেন যে, বুড়ো বয়সে ভীমরতি ঘটেছে, কেউ বললেন গদ্দার। এ বিষয়ে সুর চড়ালেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সেইসঙ্গে সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ দুধকুমার ধাড়া। এ প্রসঙ্গে তিনি জানালেন, বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য হলেন চারবারের বিধায়ক। তাঁর বয়স ৮৭ বছর , কিন্তু এখনও তাঁর চাই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দুধকুমার ধাড়া জানান, শিক্ষক হিসেবে রবীন্দ্রনাথ বাবুকে সম্মান করতেন তিনি, কিন্তু তিনি নিজের ও নিজের ছেলের স্বার্থে নীতি, আদর্শ ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন। দুধকুমার বাবু আরও জানালেন যে, সিঙ্গুরে কৃষিজমি রক্ষা আন্দোলনে রবীন্দ্রনাথ বাবু নেতৃত্ব দিয়েছিলেন ঠিকই,কিন্তু কখনোই আন্দোলনকারীরা টাটাকে তাড়িয়ে দেননি, তারা নিজেরাই চলে গেছে।

তিনি জানান, কিছুদিন আগে মুকুল রায় সিঙ্গুরে এসে জানিয়েছিলেন যে, তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল টাটাকে তাড়ানোর আন্দোলন যোগদান। সেই ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন তিনি। বলেছিলেন, টাটা সিঙ্গুর ছেড়ে যাবার পর আর কোন বড় শিল্প আসেনি। দুধকুমার বাবু প্রশ্ন করেছেন, এবার বিজেপিতে যোগদানের পর রবীন্দ্রনাথ ভট্টাচার্যও কি ক্ষমা চাইবেন, টাটাকে সিঙ্গুর ছাড়া করবার জন্য?

আবার অনেকেই বলছেন যে, এবার সিঙ্গুর থেকে বিজেপির প্রার্থী হতে পারেন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বা তার ছেলে তুষার ভট্টাচার্য। এ বিষয়ে হুগলির জনৈক বিজেপি নেতা সৌরেন পাত্র জানালেন যে, তাঁরা হলেন দলের অনুগত সৈনিক। দল যাকেই প্রার্থী করুক না কেন? তাঁরা তৈরি আছেন। এলাকার মানুষ ভোট দেবেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি দাবি করেছেন, বিধানসভা নির্বাচনে লোকসভার চেয়েও বেশি ব্যবধানে জয়লাভ করবে বিজেপি।

তবে, তাৎপর্যপূর্ণভাবে রবীন্দ্রনাথ ভট্টাচার্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেও, এ বিষয়ে তেমন কোনো বক্তব্য রাখেননি সিঙ্গুরের তৃণমূল প্রার্থী বেচারাম মান্না। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, দলনেত্রীর নির্দেশ ছাড়া রবীন্দ্রনাথ বাবুকে নিয়ে, কোনো কথাই তিনি বলবেন না। গতকাল রবীন্দ্রনাথ ভট্টাচার্য যখন বিজেপির দপ্তরে গিয়েছিলেন, সেসময় সিঙ্গুরের বড়ায় তৃণমূলের কর্মী সভায় যোগদান করেছিলেন বেচারাম মান্না। রবীন্দ্রনাথ ভট্টাচার্য সম্পর্কে তাঁর নিশ্চুপ থাকা নানা জল্পনার সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!