এখন পড়ছেন
হোম > অন্যান্য > অনেক চেষ্টা করেও রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি আদায় করতে পারল না KMDA! বড় ধাক্কা আদালতে!

অনেক চেষ্টা করেও রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি আদায় করতে পারল না KMDA! বড় ধাক্কা আদালতে!


 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- পরিবেশই সব, পরিবেশ নষ্ট হলে তার প্রভাব পড়বে আমাদের উপরই। তাই পরিবেশ নষ্ট করে কোনো কাজই সমর্থনযোগ্য নয়। আর এই প্রতিবাদে হামেশাই পরিবেশবিদদের সোচ্চার হতে দেখা যায়। সে পরিবেশ দূষণ নিয়েই হোক বা জীব বৈচিত্র্য নষ্টের কথাতেই হোক। তবে সম্প্রতি রবীন্দ্র সরোবরের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে বলে দাবি করেছিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত।

প্রসঙ্গত উল্লেখ্য, বহু বছর ধরে ছটপূজা উপলক্ষে রবীন্দ্র সরোবরে আসেন বহু মানুষ। এবং ছট পুজোর পরে সেই জলে পূজোর সামগ্রী ফেলে যাওয়া এবং সরোবরের চারপাশ নোংরা করে যাওয়ার অভিযোগ আসতে থাকে। এমন সময় পরিবেশবিদদের মধ্যে দেখা যায় রবীন্দ্র সরোবরের জীববৈচিত্র্য নিয়ে সন্দেহ। কারণ সরোবরে আসা অনেক পাখি থেকে শুরু করে বহু জলজ প্রাণীর জীবন বিপন্ন হতে পারে বলেই মনে করেন তিনি। আর সেই নিয়ে এই ছট পুজোর বিরোধিতায় জাতীয় পরিবেশ আদালতে মামলা রুজু করা হয়েছিল। সম্প্রতি যে মামলায় কেএমডিএ-র আর্জি খারিজ করে দিয়েছে জাতীয় পরিবেশ আদালত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন কেএমডিএ-র তরফে আদালতকে জানানো হয়, অনেক মানুষের ধর্মীয় আবেগ এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে। তাই শর্তসাপেক্ষে রবীন্দ্র সরোবরে ছট পুজো করতে দেওয়ার অনুরোধ করেছিলেন তাঁরা। কিন্তু গ্রিন ট্রাইবুনালে শুনানি চলাকালীন বিশেষজ্ঞ কমিটি ছট পূজা উপলক্ষে রবীন্দ্র সরোবর ব্যবহারের অনুরোধ মেনে নেননি বলেই জানা গেছে। যার ফলে জাতীয় পরিবেশ আদালতে কেএমডিয়ের আর্জি খারিজ হয়ে গেছে বলেই জানা যায়।

অন্যদিকে এই ঘটনার সূত্রপাত হয়েছিল ২০১৭ সালে, যখন রবীন্দ্র সরোবরে ছট পূজার বিরোধিতা করে মামলা করেছিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত। জাতীয় পরিবেশ আদালতে এই মামলার তদন্তের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। এছাড়া যতদিন না শুনানি হচ্ছে ততদিন রবীন্দ্র সরোবরে ছট পুজোয় নিষেধাজ্ঞা জারি করে আদালত। তবে এরপরেও ছট পূজার দিন রবীন্দ্র সরোবরের গেটে কেএমডিএ-র কর্মীরা দায়িত্বে থাকলেও সেখানে ঢুকে পড়ে বহু মানুষ।

এদিন আদালতে এই নিয়ে কেএমডিএ-কে প্রশ্ন করা হলে তারা বলেন যে, এদিন সকলেই প্রশাসনিক বাধা না মেনে জোর করে রবীন্দ্রসরোবরে প্রবেশ করেছিল। তবে এই কথা আদালতে খুব একটা বেশি গ্রহণযোগ্য হয়েছে বলে জানা যায়নি। তাই আদালতের নির্দেশ সত্ত্বেও ২০১৮ এবং ২০১৯ সালে কিভাবে রবীন্দ্র সরোবরে ছট পুজো করা হলো সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!